করোনার থাবা, কেমন আছেন কোয়েল মল্লিক! অভিনেত্রীর সুস্থতা কামনা করে ট্য়ুইট ভক্তদের

একের পর এক ট্যুইট করতে শুরু করেন ভক্তরা 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 11, 2020, 10:30 AM IST
 করোনার থাবা, কেমন আছেন কোয়েল মল্লিক! অভিনেত্রীর সুস্থতা কামনা করে ট্য়ুইট ভক্তদের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক। শুধু অভিনেত্রী নন, তাঁর পরিবারের রও ৩ জনের শরীরে কোভিডের জীবাণু বাসা বেঁধেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজে ট্যুইট করে সেই খবর ভক্তদের জানান টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

আরও পড়ুন : করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক, কোয়ারেন্টিনে অভিনেত্রীর পরিবারের ৪ জন

কোয়েল ট্যুইট করে জানান, তাঁর বাবা, মা এবং স্বামী করোনায় আক্রান্ত। যদিও কোয়েলের সন্তান সুস্থ রয়েছে বলেই জানা যায়। কোয়েলের অসুস্থতার খবর পেয়ে টলিউড সেলেবরাও তাঁর পরিবারের আরোগ্য কামনা করেন। সেই সঙ্গে অভিনেত্রীর পরিবারের আরোগ্য কামনা করে একের পর এক ট্যুইট করতে শুরু করেন তারকারা।

 

তারকাদের পাশাপাশি কোয়েলের আরোগ্য কামনা করে তাঁর ভক্তরা ট্য়ুইট করতে শুরু করেন। রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক, নিসপাল সিং রানে এবং কোয়েল মল্লিকরা যাতে শিগিগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই আশা প্রকাশ করেন ভক্তরা। সেই সঙ্গে কোয়েলের শিশু সন্তান যাতে সুস্থ থাকে, সে বিষয়েও অভিনেত্রীকে পরামর্শ দিতে শুরু করেন ভক্তরা।

.