করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক, কোয়ারেন্টিনে অভিনেত্রীর পরিবারের ৪ জন

জোর জল্পনা শুরু হয়েছে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 10, 2020, 07:42 PM IST
করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক, কোয়ারেন্টিনে অভিনেত্রীর পরিবারের ৪ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​করোনায় আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক। কোয়েলের পাশাপাশি তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানেও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। কোয়েল নিজে ট্য়ুইট করে সেই খবর জানান।

কোয়েল জানান, তাঁর বাবা, মা, স্বামী এং তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। তবে বাড়িতেই রয়েছেন তাঁরা। অর্থাত বাড়িতে তাঁরা কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন : এক্কেবারে বলিউডের চিত্রনাট্য! গ্যাঙস্টার বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে তোপ দাগলেন তপসি

সম্প্রতি মা হন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই খবরও নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের জানান। মা হওয়ার কয়েক মাসের মধ্যেই অভিনেত্রীর কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনায় তাঁর ভক্তদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে অভিনেত্রী এবং তাঁর পরিবারের প্রত্যেকে যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনাই করেন কোয়েলের অনুগামীরা।

 

প্রসঙ্গত, বলিউডে কণিকা কাপুর থেকে প্রযোজক করিম মোরানি। একের পর এক সেলেবদের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে টলিউডে এই প্রথম কোনও হাই প্রোফাইল পরিবারে করোনা থাবা বসাল। ফলে জোর জল্পনা শুরু হয়েছে।

.