নির্বাচনী প্রতীক হাতে সেলফি, নির্বাচন কমিশনের নির্দেশে মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের গুজরাত পুলিসের

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ ভোট দিয়ে বেরিয়ে বুথের কাছেই সাংবাদিক বৈঠক করেন মোদী। প্রকাশ্যে তুলে ধরেন দলের নির্বাচনী প্রতীক। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের অভিযোগ করে কংগ্রেস। বুধবার গান্ধীনগরে ভোট দেন নরেন্দ্র মোদী। ভোট দিয়ে বেরিয়েই পদ্মফুল চিহ্ন দেখিয়ে তিনি দাবি করলেন, সরকার গড়ছে বিজেপিই।

Updated By: Apr 30, 2014, 06:51 PM IST

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ ভোট দিয়ে বেরিয়ে বুথের কাছেই সাংবাদিক বৈঠক করেন মোদী। প্রকাশ্যে তুলে ধরেন দলের নির্বাচনী প্রতীক। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে কমিশনে বিধিভঙ্গের অভিযোগ করে কংগ্রেস। বুধবার গান্ধীনগরে ভোট দেন নরেন্দ্র মোদী। ভোট দিয়ে বেরিয়েই পদ্মফুল চিহ্ন দেখিয়ে তিনি দাবি করলেন, সরকার গড়ছে বিজেপিই।

সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় কংগ্রেস।

অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন। জনপ্রতিনিধিত্ব আইন ভাঙার অভিযোগে মোদীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গুজরাত প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। কমিশনের মতে

নরেন্দ্র মোদীর কথার ধরণেই স্পষ্ট যে তিনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন। মোদী ইচ্ছা করে, হিসাব কষে ভোটকে প্রভাবিত করতে চেয়েছেন। সারা দেশে ভোটের ফলকে প্রভাবিত করতে চেয়েছেন তিনি।

কমিশনের নির্দেশে চাপে পড়ে মোদীর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করে বিজেপি।

যেসব বৈদ্যুতিন গণমাধ্যমে নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হয়, তাদের বিরুদ্ধেও আইন ভাঙার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে কমিশন। বারাণসী ও ভদোদরা কেন্দ্রে মোদীর প্রার্থী পদ বাতিলের দাবি করেছে কংগ্রেস।

.