কোহলি-অনুষ্কার পর নয়া জুটি? এই ক্রিকেটারের সঙ্গে পরিণীতির সম্পর্ক ফাঁস

Updated By: Sep 3, 2017, 07:44 PM IST
কোহলি-অনুষ্কার পর নয়া জুটি? এই ক্রিকেটারের সঙ্গে পরিণীতির সম্পর্ক ফাঁস

ওয়েব ডেস্ক: অধিনায়ক বিরাট কোহলির পথেই কি চলছেন হার্দিক পান্ডিয়া? বলিউড ডিভাদের সঙ্গে ক্রিকেটাদের সম্পর্ক নতুন নয়। হালের কোহলি-অনুষ্কার কথা না হয় বাদই গেল। কিথ হেজেলউডকে বিয়ে করারও অনেক আগে কিম শর্মার সঙ্গে সম্পর্ক ছিল ‌যুবরাজ সিংয়ের। সদ্য সাগরিকা গাটগের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন জাহির খান। হালফিলের এই ক্রিকেটারদের অনেক আগে টাইগার পাতৌদি ও শর্মিলা ঠাকুর মেলবন্ধন ঘটিয়েছিলেন বলিউড ও ক্রিকেটের। এমন আরও একটা জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হার্দিক পান্ডিয়া ও পরিণীতি চোপড়ার দুষ্টুমিষ্টি ট্যুইটগুলি দেখলে সেটাই মনে হচ্ছে। সাইকেলের ছবি ট্যুইট করে পরিণীতি লিখেছেন, "অসাধারণ এক সঙ্গীর সঙ্গে দারুণ মুহূর্ত কাটালাম।"

তার প্রেক্ষিতে হার্দিকের ট্যুইট, “এটা কে? আমার মনে হয় এটা বলিউড ও ক্রিকেটের দ্বিতীয় ‌যোগ। তবে ছবিটা ভাল।"

পরিণীতির জবাব,” হতেও পারে, আবার নাও হতে পারে। ছবিতেই সূত্র দেওয়া আছে।"

সমঝদার কে লিয়ে ইশারাই কাফি! পুরোটা পড়ে নিশ্চয়ই বোঝা ‌যাচ্ছে, 'লাভ ইজ ইন দ্য এয়ার।'

আরও পড়ুন, '‍অকৃতজ্ঞ'‍, কঙ্গনাকে কটাক্ষ করণের! দেখুন কী বলেছেন...

 

.