একফ্রেমে বাঁধা পড়লেন রণবীর সিং-মানুষী ছিল্লার

রোহিত শেট্টির পরিচালনায় 'সিম্বা'র ছবির শ্যুটিং করছেন রণবীর সিং।

Updated By: Jul 8, 2018, 07:27 PM IST
একফ্রেমে বাঁধা পড়লেন রণবীর সিং-মানুষী ছিল্লার

নিজস্ব প্রতিবেদন: শাহরুখের পাশে দাঁড়িয়ে বিশ্বসুন্দরী মানুষী ছিল্লরের সঙ্গে ফ্লার্ট করেছিলেন রণবীর সিং। আর এবার তো সরাসরি তাঁর সঙ্গে পা মেলালেন বলিউডের বাজিরাও। না দীপিকা ছেড়ে মানুষীর হাত মোটেও ধরেননি রণবীর। আসলে একটি রিটেল ওয়েবসাইটের বিজ্ঞাপনের শ্যুটিং করছেন রণবীর-মনুষী।  

বিজ্ঞাপনে ট্রেন্ডি অবতারে হাজির হয়েছেন বিশ্বসুন্দরী মানুষী। আর প্রতিবারের মতো ফ্ল্যামবয়েন্ট রণবীর সিং। 'সিম্বা'র গোঁফ আর পেটানো চেহারায় রণবীর আরও বেশি আকর্ষক।

রোহিত শেট্টির পরিচালনায় 'সিম্বা'র ছবির শ্যুটিং করছেন রণবীর সিং। তাঁর বিপরীতে রয়েছেন নবাগতা সইফ কন্যা সারা আলি খান। সিম্বায় পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করছেন আলাউদ্দিন খলজি। এই চরিত্রের জন্য রাখতে হয়েছে গোঁফ। আর গোঁফে হালফিলে নয়া ট্রেন্ড এনেছেন রণবীর সিং।

আরও পড়ুন- প্রাক্তন যখন 'আমার বেবি', ভাইরাল সলমন খানের ভিডিও    

.