বাগদান পর্ব সেরে ফেললেন মিলিন্দ, অঙ্কিতা

অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে বাগদান পর্ব সেরেই ফেললেন মিলিন্দ সোমান। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল সাইটে জোর জল্পনা শুরু হয়েছে।

Updated By: Apr 9, 2018, 06:25 PM IST
বাগদান পর্ব সেরে ফেললেন মিলিন্দ, অঙ্কিতা

নিজস্ব প্রতিবেদন : অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে বাগদান পর্ব সেরেই ফেললেন মিলিন্দ সোমান। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল সাইটে জোর জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : 'কোনও অপরাধ করেননি সলমন', সিমির টুইটে বিতর্ক

সম্প্রতি ইনস্টাগ্রামে এক টি ছবি শেয়ার করেন অঙ্কিতা। সেখানে তাঁর অনামিকায় একটি আংটি দেখা যায়। শুধু তাই নয়, হ্যাশট্যাগ করে সেখানে বেশ কয়েকটি শব্দ লিখে দেন অঙ্কিতা। ওই ছবি দেখেই শুরু হয়েছে জোর জল্পনা।

আরও পড়ুন : বিয়ের জন্য দেশ ছাড়ছেন অনিল কন্যা সোনাম!

মিলিন্দের সঙ্গে অঙ্কিতার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই শুরু হয় জল্পনা। ৫২-র মিলিন্দ কীভাবে বছর ২৬-এর অঙ্কিতাকে বিয়ে করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

 

 

প্রসঙ্গত, এর আগে মিলিন জাম্পানোইকে বিয়ে করেন মিলিন্দ সোমান। ২০০৬ সালে প্রথমবার বিয়ে সারেন মিলিন্দ। ৩ বছর মিলিন্দের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী-র বিয়ে টিকেছিল বলে জানা যায়। এরপরই বেশ কয়েক বছর পর অঙ্কিতার সঙ্গে সম্পর্কে জড়ান মিলিন্দ। গত এক বছর ধরে অঙ্কিতার সঙ্গে ডেট করছেন ভারতের ‘আয়রন ম্যান’।

.