প্রয়াত প্রাক্তন মিস ইউনিভার্স, শোকার্ত সুস্মিতা
মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় প্রাক্তন এই মিস ইউনিভার্সের।
নিজস্ব প্রতিবেদন : ১৯৯৫ সালে মিস USA, তারপর ওই বছরই মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছিলেন চেলসি স্মিথ। শনিবার মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় প্রাক্তন এই মিস ইউনিভার্সের। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি।
১৯৯৪ সালে মাত্র ১৮ বছর প্রথম কোনও ভারতীয় হিসাবে মিস ইউনিভার্সের খেতাব জিতে নিয়েছিলেন চেলসি স্মিথ। আর ঠিক তাঁর পরের বছরই মিস ইউনিভার্স হয়েছিলেন মার্কিন সুন্দরি চেলসি। তাঁকে নিজের মাথার মিস ইউনিভার্সের মুকুট নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন সুস্মিতা। তারপর থেকে চেলসির সঙ্গে একটা বন্ধুত্ব, আবেগ জুড়ে যায় সুস্মিতার। তাঁর মৃত্যুর খবরে তাই সুস্মিতা মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় পুরনো বন্ধুর সেই উজ্জ্বল মুহূর্তে স্মৃতি চারণা করছেন বঙ্গ তনয়া। লিখেছেন, ''ওর হাসিটা আমার ভীষণ পছন্দ ছিল, ওর হাসিটাই ছিল ওর চালিকা শক্তি। '১৯৯৫ সালের মিস ইউনিভার্স', তাঁর আত্মার শান্তি কামনা করছি। দুগ্গা দুগ্গা''
I loved her smile & that generous spirit!!! Rest in peace my beautiful friend @Chelsi_Smith #MissUniverse1995 Dugga Dugga pic.twitter.com/rm63b98Q72
— sushmita sen (@thesushmitasen) September 9, 2018
চেলসির মৃত্যুর খবরে হতবাক অনেকেই। শোকজ্ঞাপন করেছেন ১৯৯৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রানার্স আপ হওয়া শান্না মোয়াকলার। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শান্নাকে হারিয়েই বিশ্ব সুন্দরির মুকুট ছিনিয়ে নিয়েছিলেন চেলসি। '' চেলসির মৃত্যুর খবরে আমি আহত হয়েছি। ওর সৌন্দর্য ঈশ্বর প্রদত্ত। তুমি আমার বন্ধু ছিলে, আমার কাছে একটা আলোর মতো ছিলে। আমি তোমায় ভীষণ ভালোবাসি, ভীষণ মিস করব তোমায়, যা হয়ত তুমি আর জানতেও পারবে না। তুমি রানির মতো ছিলে।''
Tonight I will be playing poker for @CancerFreeGen in honor of my dear friend @Chelsi_Smith who I lost today to cancer. I am heartbroken. Godspeed beautiful. You were my friend and a light. I love and will miss you more then you will never know. The epitome of a Queen. pic.twitter.com/avlhNnnv5U
— Shanna Moakler (@ShannaMoakler) September 8, 2018
প্রসঙ্গত, প্রয়াত প্রাক্তন মিস ইউনিভার্স চেলসি স্মিথ একাধারে মডেল, একাধার অভিনেত্রী আবার গানও গাইতেন বেশ ভালো।