TRP: প্রথম তিনে জায়গা পেল না 'মিঠাই'-'গাঁটছড়া', ছক্কা হাঁকাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'

গত সপ্তাহের মতো এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে 'ধূলোকণা'। 

Edited By: সৌমিতা মুখার্জি | Updated By: Jul 14, 2022, 01:57 PM IST
TRP: প্রথম তিনে জায়গা পেল না 'মিঠাই'-'গাঁটছড়া', ছক্কা হাঁকাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিআরপি(TRP) তালিকায় জোর চমক। প্রথম তিনে জায়গা পেল না দীর্ঘদিন শীর্ষে থাকা জনপ্রিয় দুই ধারাবাহিক 'গাঁটছড়া'(Ganchhora) ও 'মিঠাই'(Mithai)। একধাক্কায় চতুর্থ স্থানে নেমে এসেছে এই দুই ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিকেরই নম্বর কমেছে বেশ অনেকটাই। তবে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে 'ধূলোকণা'। 

পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhikakima Superstar)। গত সপ্তাহেই দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির হয়েছিলেন লক্ষ্মী কাকিমা। সেখানে ট্রোলও হতে হয়েছিল তাঁকে, তবে টিআরপি বলছে অন্য গল্প। সবাইকে পিছনে ফেলে এগিয়ে এসেছে এই ধারাবাহিক। 

আরও পড়ুন: Kangana Ranaut in Emergency: ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা, টিজারেই বাজিমাত নায়িকার

এক নজরে দেখে নেওয়া যাক, কত নম্বর পেয়ে তালিকায় কোন স্থানে রয়েছে কোন ধারাবাহিক...

প্রথম- ধুলোকণা (৮.৪)
দ্বিতীয়- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৭)
তৃতীয়- গৌরী এলো (৭.৩)
চতুর্থ- মিঠাই (৭.২)
          গাঁটছড়া (৭.২)
          আলতা ফড়িং (৭.২)
পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
ষষ্ঠ- মন ফাগুন (৬.১)
সপ্তম- উমা (৬.০)
           বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৬.০)
অষ্টম- এই পথ যদি না শেষ হয় (৫.৯)
নবম- আয় তবে সহচরী (৫.৩)
            লালকুঠি (৫.৩)
            খেলনা বাড়ি (৫.৩)
দশম- উড়ন তুবড়ি (৪.৫)

আরও পড়ুন: Deepika Padukone: হুবহু দীপিকা পাডুকোন! কে এই মহিলা?

প্রথম সপ্তাহেই দর্শকের মন জয় করেছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি। ৬.০ নম্বর পেয়ে এই ধারাবাহিক রয়েছে সপ্তম স্থানে। 'আয় তবে সহচরী', 'লালকুঠি' ও 'উড়ন তুবড়ি' এই সপ্তাহে সেরা দশে জায়গা করে নিয়েছে এই তিন ধারাবাহিক যারা আগের সপ্তাহে জায়গা পায়নি টিআরপি তালিকায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.