TRP: নম্বর কমেছে 'মিঠাই'এর, শীর্ষস্থান কি ছিনিয়ে নিতে পারল 'গাঁটছড়া'?

এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে উঠতে পারেনি গোধূলি আলাপ ও উড়ন তুবড়ি। সেরা দশে জায়গা পায়নি কোনও রিয়েলিটি শোও। 

Updated By: Apr 14, 2022, 09:52 PM IST
TRP: নম্বর কমেছে 'মিঠাই'এর, শীর্ষস্থান কি ছিনিয়ে নিতে পারল 'গাঁটছড়া'?

নিজস্ব প্রতিবেদন: প্রায় ১.২ নম্বর কমেছে গত সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে থাকা ধারাবাহিক মিঠাইয়ের। আইপিএল শুরু হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় বেশ প্রভাব পড়েছে। সেই ধারাই অব্যাহত। তবে নম্বর কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে মিঠাই। অন্যদিকে টানা ১২ সপ্তাহ এক নম্বরে ছিল গাঁটছড়া। গতসপ্তাহেই সেই স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে সেই ধারাবাহিক। গাঁটছড়ার সঙ্গেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে গৌরী এলো। 

সেরা ১০ ধারাবাহিকের তালিকা- 

মিঠাই- ৮.৬ (প্রথম)
গাঁটছড়া, গৌরী এলো- ৮.৪ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.৯ (তৃতীয়)
উমা- ৭.৬ (চতুর্থ)
আলতা ফড়িং- ৭.৫ (পঞ্চম)
ধুলোকণা ৭.৪ (ষষ্ঠ)
পিলু- ৭.২ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.০ (অষ্টম)
আয় তবে সহচরী ৬.৭ (নবম)
মন ফাগুন ৬.৬ (দশম)

এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে উঠতে পারেনি গোধূলি আলাপ ও উড়ন তুবড়ি। সেরা দশে জায়গা পায়নি কোনও রিয়েলিটি শোও। 

.