গোয়ায় মনোকিনিতে মোনালিসা, সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন কলকাতার বাঙালি মেয়ে

নীল রঙের পোশাকে দেখা যায়

Updated By: Sep 14, 2019, 02:09 PM IST
গোয়ায় মনোকিনিতে মোনালিসা, সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন কলকাতার বাঙালি মেয়ে

নিজস্ব প্রতিবেদন: গোয়াকে 'মিস' করেছেন। গোয়ায় ঘুরতে গিয়ে যেভাবে দিন কাটিয়েছেন, আবারও সেখানে ফিরে যেতে চান। পুরনো ছবি দিয়ে এভাবেই মনের ইচ্ছের কথা প্রকাশ করলেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

আরও পড়ুন : ক্যানসার সারিয়ে দেশে ফিরলেন! বিমানবন্দরে মুখ লুকোলেন কেন ইরফান খান?
সম্প্রতি গোয়ায় বেড়াতে যান কলকাতার বাঙালি মেয়ে অন্তরা বিশ্বাস। স্বামী বিক্রান্তের সঙ্গেও সৈকত শহরে বেড়াতে যান মোনালিসা। সেখানে গিয়ে নিজের একের পর এক ছবি শেয়ার করেন ভোজপুরি অভিনেত্রী। যে ছবি সামনে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। এবার গোয়ায় বেড়াতে যাওয়ার প্রায় এক বছর পর ফের সেখানকার ছবি শেয়ার করলেন মোনালিসা।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

যে ছবিতে নীল রঙের মনোকিনি পরে পোজ দিতে দেখা যায় 'দুপুর ঠাকুরপো'-র ঝুমা বউদিকে। নিজের ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়।
বর্তমানে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত মোনালিসা। সম্প্রতি 'নাচ বলিয়ে'-র মঞ্চেও দেখা যায় তাঁকে। তবে 'দুপুর ঠাকুরপো'-র পর ফের মোনালিসাকে আর কোনও বাংলা ওয়েব সিরিজে দেখা যাবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে, 'নজর'-এর পর মোনালিসা আর কোনও হিন্দি মেগার শ্যুটিং করছেন কি না, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি বলিউডের বাঙালি অভিনেত্রী।

.