চলে গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা

২০১৭ সাল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল

Updated By: Dec 13, 2019, 12:26 PM IST
চলে গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা

নিজস্ব প্রতিবেদন: চলে গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে৷ বৃহস্পতিবার রাত দুটো নাগাদ মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেত্রীর মেয়ে পায়েল ডিকি সিনহার৷ (Moushumi Chatterjee)মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে৷

আরও পড়ুন : বিয়ের পর পতৌদি পরিবারে কেমন করে কাটত দিন, মুখ খুললেন শর্মিলা ঠাকুর
স্পটবয় ডট কমের খবর অনুযায়ী, ছোট থেকেই ডায়াবেটিক ছিলেন (Moushumi Chatterjee's Daughter) মৌসুমি-কন্যা পায়েল৷ ২০১৭ সালে পায়েলকে (Hospital) হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী ডিকি সিনহা৷ যদিও বাড়িতে আনার পর থেকে পায়েলের মানসিক চিকিতসা বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়৷ হাসপাতাল থেকে বাড়িতে আনার পর আচমকাই বৃহস্পতিবার মাঝ রাতে মৃত্য়ু হয় মৌসুমি-কন্যার৷ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি অভিনেত্রীকে৷ মৌসুমি চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত চট্টোপাধ্যায়ও কোনও মন্তব্য করেননি৷

 

.