কোভিডে আক্রান্ত ভিভান! ভাল নেই নাসিরুদ্দিন শাহের ছেলে?

নিজেই জানান অভিনেতা 

Edited By: জয়িতা বসু | Updated By: Nov 3, 2020, 02:26 PM IST
কোভিডে আক্রান্ত ভিভান! ভাল নেই নাসিরুদ্দিন শাহের ছেলে?
ছেলের সঙ্গে নাসিরুদ্দিন শাহ

নিজস্ব প্রতিবেদন : ​করোনায় আক্রান্ত হলেন নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠক শাহের ছোট ছেলে ভিভান শাহ। বর্তমানে মীরা নায়ারের 'আ সুইটেবল বয়'-এর প্রমোশনে ব্যস্ত ভিভান শাহ। ঈশান খট্টর, তব্বু অভিনীত ওই সিনেমার প্রমোশনের মাঝেই ভিভান জানান, কোভিড ১৯-এ আক্রান্ত তিনি। বর্তমানে তাঁর শরীর ভাল নেই বলেও প্রকাশ্যে জানান বলিউডের বর্ষীয়ান অভিনেতার ছেলে। যদিও ভিভানের পাশাপাশি শাহ পরিবারের অন্য কেউ অসুস্থ কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন : হিন্দু ধর্মে আঘাতের অভিযোগ, এফআইআর অমিতাভ ও কেবিসির বিরুদ্ধে

প্রসঙ্গত সাত খুন মাফ এবং হ্যাপি নিউ ইয়ার-এ দেখা গিয়েছে ভিভান শাহকে। যদিও একটি সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, করোনায় আক্রান্ত হননি ভিভান শাহ। তিনি সুস্থ রয়েছেন।

আরও পড়ুন : এক বছর কাটতে না কাটতেই চিড় রোশনের সঙ্গে? শ্রাবন্তীর সুখের সংসারে অশান্তির মেঘ!

অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, কণিকা কাপুর, করিম মোরানি, অর্জুন কাপুর, মালাইকা অরোরাদের পর এবার বলিউডে করোনায় গ্রাসে আরও এক অভিনেতা। যদিও কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রত্যেকে ভাল আছেন, সুস্থ আছেন এবং কাজ শুরু করেছেন বলে জানা যায়। করোনার গ্রাস থেকে বেরিয়ে অর্জুন কাপুর থেকে ভূত পলিস-এর শ্যুটিং শুরু করেছেন, তেমনি মালাইকা ফিরে গিয়েছেন রিয়্যালিটি শোয়ের মঞ্চে। অমিতাভ বচ্চনও শুরু করেছেন কউন বনেগা ক্রোড়পতির শ্যুটিং।

.