বিয়ে ভাঙার জন্য নওয়াজের ভাইকে নিশানা আলিয়ার, কী বললেন সামাস সিদ্দিকি

আইনি নোটিসের কথা সংবাদমাধ্যম সূত্রে জেনেছেন বলে দাবি সামাস সিদ্দিকির 

Edited By: জয়িতা বসু | Updated By: May 19, 2020, 02:16 PM IST
বিয়ে ভাঙার জন্য নওয়াজের ভাইকে নিশানা আলিয়ার, কী বললেন সামাস সিদ্দিকি

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ ১১ বছরের সংসার ভেঙে নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে বিচ্ছেদ চাইলেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি। নওয়াজকে ইতিমধ্যেই আইনি নোটিসও পাঠিয়েছেন আলিয়া। অভিনেতার সঙ্গে বিচ্ছেদ চাইলেকও, দুই সন্তানের পুরো দায়িত্ব তিনি নিতে চান বলে জানান আলিয়া সিদ্দিকি।

আরও পড়ুন : 'আত্মসম্মান বলে আমার আর কিছু নেই', বিচ্ছেদ চেয়ে বিস্ফোরক নওয়াজের স্ত্রী

নওয়াজের সঙ্গে সংসার করতে গিয়ে তিনি নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলেছেন বলে ক্ষোভ উগরে দেন আলিয়া ওরফে অঞ্জলি কিশোর পান্ডে। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যা তিনি মেনে নিতে পারছেন না। উপযুক্ত সময় এলে, সে বিষয়ে মুখ খুলবেন বলেও জানান আলিয়া। তবে নওয়াজের সঙ্গে সংসার ভাঙার জন্য অভিনেতার ভাই সামাসের দিকে আঙুল তোলেন আলিয়া সিদ্দিকি। 

আরও পড়ুন : ৪৬-এ পড়লেন নওয়াজ, সহঅভিনেত্রী থেকে এক রাতের বান্ধবী, বিতর্কে অভিনেতার জীবন

এ বিষয়ে সামাস সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জি নিউজ-কে জানান, আলিয়া সিদ্দিকি যে নওয়াজকে আইনি নোটিস পাঠিয়েছেন, সংবাদমাধ্যমের সূত্রে তিনি তা জানতে পেরেছেন। খোলাখুলি কিছুই জানেন না। তবে আলিয়া যেহেতু আইনি নোটিস পাঠিয়েছেন বলে শুনেছেন, তাই এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না। এটা পুরোপুরি আইনি বিষয় বলে স্পষ্ট জানান সামাস সিদ্দিকি।

.