হাফিস সাইদকে হেফাজতে নিতে চায় ভারত

নয়াদিল্লির হাতে তুলে দিতে হবে মুম্বই কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে। পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের কাছে এই দাবিই জানাবে ভারত। আগামিকাল তিনদিনের ভারত সফরে আসছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী। যাবতীয় বকেয়া ইস্যু নিয়ে আলোচনার জন্য খোলা মন নিয়েই ভারতে আসছেন বলে জানিয়েছেন রেহমান মালিকও। 

Updated By: Dec 13, 2012, 11:29 AM IST

নয়াদিল্লির হাতে তুলে দিতে হবে মুম্বই কাণ্ডের মূল চক্রী হাফিজ সইদকে। পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের কাছে এই দাবিই জানাবে ভারত। আগামিকাল তিনদিনের ভারত সফরে আসছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী। যাবতীয় বকেয়া ইস্যু নিয়ে আলোচনার জন্য খোলা মন নিয়েই ভারতে আসছেন বলে জানিয়েছেন রেহমান মালিকও। 
মুম্বই কাণ্ডে ধৃত আজমল কসাভের ফাঁসি হয়ে গিয়েছে। কিন্তু, ২৬/১১-র মূল চক্রী হাফিজ সইদ প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানটা ঠিক কী? ছবিটা এখনও স্পষ্ট নয় নয়াদিল্লির কাছে। আর সেই কারণেই পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের কাছে হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে। শুক্রবার তিনদিনের সফরে ভারতে আসছেন রেহমান মালিক।
 
 হাফিজ সইদের পাশাপাশি আলোচনায় জায়গা করে নিতে পারে আবু জুন্দাল প্রসঙ্গও। একই সঙ্গে সরবজিতের মুক্তির দাবিও তুলে ধরতে পারে নয়াদিল্লি। তবে, কূটনৈতিক মহলের অনুমান, শুধুমাত্র আগামী বছরের নির্বাচনের দিকে তাকিয়েই ভারত সফরে আসছেন রেহমান মালিক। সেক্ষেত্রে মুম্বই সন্ত্রাসের তদন্তে অগ্রগতির থেকে ইসলামাবাদের তরফে নয়া ভিসা নীতি চালু করাকেই বেশি করে তুলে ধরার চেষ্টা হতে পারে।

.