প্লাস্টিক সার্জারির বিড়ম্বনা, মৌনিকে রাখী সাওয়ান্ত, জ্যাকসনের সঙ্গে তুলনা নেটিজেনদের

যেখানে মৌনি রায়ের রূপ দেখে একপ্রকার চমকে গিয়েছেন নেটিজেনরা। 

Updated By: Jun 6, 2019, 06:20 PM IST
প্লাস্টিক সার্জারির বিড়ম্বনা, মৌনিকে রাখী সাওয়ান্ত, জ্যাকসনের সঙ্গে তুলনা নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবার সলমনের 'ভারত' ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন অভিনেত্রী মৌনি রায়। তার পরনে ছিল কালো শর্ট ড্রেস, গায়ে নিয়ন গ্রিন রঙের জ্যাকেট।  ছবির সেই প্রিমিয়ারে নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মৌনি রায়ের রূপ দেখে একপ্রকার চমকে গিয়েছেন নেটিজেনরা। 

নেটিজেনদের কেউ বলেছেন, একাধিক প্লাস্টিক সার্জারি করে নিজের সৌন্দর্যকে শেষ করে ফেলেছেন মৌনী রায়। কারোর আবার বক্তব্য, মৌনির সার্জারি ঠিক মতো হয়নি। কারোর কথায়, এত মোটা ঠোট এক্কেবারেই মৌনিকে মানাচ্ছে না। কেউ আবার মৌনিকে রাখী সাওয়ান্ত, মাইকেল জ্যাকসনের সঙ্গে তুলনা টেনেছেন।

আরও পড়ুন-অনলাইনে ফাঁস সলমন-ক্যাটরিনার 'ভারত'

শোনা যাচ্ছে মৌনি নাকি ঠোটের সার্জারি করিয়েছেন। যার পরেই বদলে গিয়েছে মৌনির লুক। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যাঁরা শরীরে নানান অঙ্গ প্রত্যঙ্গে সার্জারি করিয়েছেন। কখনও কখনও সেই সার্জারি ঠিকমতো না হওয়ার ফলে তাঁদের চেহার পরিবর্তন ভয়ানক আকার নিয়েছে।

আরও পড়ুন-'ভারত'-এর প্রিমিয়ারে নিরাপত্তারক্ষীকে 'কষিয়ে চড়' সলমনের

.