ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের মুখে নুসরত

বই পড়তে গিয়েও ট্রোলড নুসরত!

Updated By: Apr 25, 2021, 08:20 PM IST
ছবি পোস্ট করে নেটিজেনদের ট্রোলের মুখে নুসরত

নিজস্ব প্রতিবেদন-  অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan Ruhi) রবিবার। বই পড়তে ব্যস্ত নায়িকা। কোভিড (Covid) আবহে জমায়েত বন্ধ হওয়ায় খানিকটা সময়ও পেয়েছেন নিজের মত করে। রবিবারটা এইভাবেই কাটছে অভিনেত্রীর।

বই পড়ায় নুসরতের মনোনিবেশ। বইয়ের নাম Womens Voice। বারবার বিভিন্ন বিষয়ে গর্জে উঠেছেন নায়িকা। নির্ভয়ে প্রকাশ্যে কথা বলেছেন,মত প্রকাশ করতে পিছ পা হন নি কখনও। বর্তমান পরিস্থিতি দেখে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন সেই পাঠ।

আরও পড়ুন: কে এই নতুন গার্লফ্রেন্ড? দেব লিখলেন, 'ম্যাডাম যখন শহরে'
 অগোছালোভাবে বাধা তার চুল, চোখে কালো ফ্রেমের চশমা, নো মেকআপ লুক। সাদা শার্টের ফাকে উকি দিচ্ছে কালো  ইনার, নেল আর্ট করা সুন্দর হাতের নখ। ক্যাজুয়াল লুকেই নজর কাড়ছেন তিনি। ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন- হোয়াটস ইওর সানডে ভাইব? সেই থেকেই শুরু হয়  কটুক্তি। অক্সিজেন নেই, রক্ত নেই, একজন সাংসদ হয়ে এই সময় কিভাবে সানডে ভাইব (Sunday vibe) নিয়ে মেতে আছেন নুসরত, প্রশ্ন তোলেন নেটিজেনরা।

.