জানেন কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি ‘প্যাডম্যান’? জেনে নিন

Updated By: Aug 4, 2017, 04:51 PM IST
জানেন কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি ‘প্যাডম্যান’? জেনে নিন

ওয়েব ডেস্ক: অনেকদিন ধরেই অক্ষয় কুমারের নতুন ছবি প্যাডম্যান নিয়ে আলোচনা চলছে। ছবিতে খিলাড়ি অক্ষয় কুমার অরুনাচলম মুরুগানন্থমের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করছেন অক্ষয় পত্নী এবং বলিউড ডিভা টুইঙ্কল খান্না ।

প্যাডম্যান ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনম কাপুর এবং রাধিকা আপ্তেকে। প্যাডম্যান ছবির ফার্স্ট লুক এবং কবে মুক্তি পাবে, তা প্রকাশ পেল। টুইটারে টুইঙ্কল খান্না তা প্রকাশ করলেন। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মুক্তি পাবে ছবিটি। দেখে নিন প্যাডম্যান ছবির ফার্স্ট লুক।

.