অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বাঙালি অভিনেত্রীর, গ্রেফতারের দাবি কঙ্গনার

 প্রধানমন্ত্রীর কাছে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Sep 19, 2020, 10:41 PM IST
অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ বাঙালি অভিনেত্রীর, গ্রেফতারের দাবি কঙ্গনার

নিজস্ব প্রতিবেদন :  অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন, বলিউডের টেলি অভিনেত্রী পায়েল ঘোষ। শনিবার পায়েল একটি টুইটে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

টুইটে পায়েল ঘোষ লিখেছেন, ''অনুরাগ তাঁর উপর নিজেকে খুব খারাপ ভাবে চাপিয়ে দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দয়া করে এনার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই শিল্পী মানুষটির চেহারের ভিতরে কত বড় দানব রয়েছে তা গোটা দেশ দেখুক। আমি জানি, এতে আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাই সাহায্য চাইছি।''

আরও পড়ুন-''রবি তো নিজেই নিয়মিত গাঁজা খেত'', বিজেপি সাংসদকে তোপ অনুরাগের

পায়েলের এই টুইটের ভিত্তিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা অভিনেত্রীর কাছ থেকে লিখিত ও বিস্তারিত অভিযোগ চেয়ে পাঠিয়েছেন।

পায়েলের টুইটটি চোখে পড়ার পরই অনুরাগ কাশ্যপের গ্রেফতারের দাবি তুলেছেন কঙ্গনা রানাউত। তাঁর কথায়, 'প্রত্যেকের আওয়াজই গুরুত্বপূর্ণ'।

প্রসঙ্গত, হিন্দি ছবি 'প্যাটেল কি পাঞ্জাবি শাদি' ও 'সাথ নিভানা সাথিয়া' ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল ঘোষ।

আরও পড়ুন-বিয়ের পর প্রথম পুজো, মিথিলাকে কী উপহার দিলেন সৃজিত?

.