হৃত্বিকের নায়িকা এবার প্রভাসের সঙ্গে

হৃত্বিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জদাড়ো’ দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এবার সেই সুন্দরী পূজা হেগড়ে-কে দেখা যাবে প্রভাসের বিপরীতে। অবাক লাগছে শুনে?

Updated By: Mar 12, 2018, 12:58 PM IST
হৃত্বিকের নায়িকা এবার প্রভাসের সঙ্গে

নিজস্ব প্রতিবেদন : হৃত্বিক রোশনের বিপরীতে ‘মহেঞ্জদাড়ো’ দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এবার সেই সুন্দরী পূজা হেগড়ে-কে দেখা যাবে প্রভাসের বিপরীতে। অবাক লাগছে শুনে?

আরও পড়ুন : চেন্নাইতে শ্রীদেবী স্মরণ, চোখ ছলছল জাহ্নবী, খুশির

রিপোর্টে প্রকাশ, চলতি বছরই শুরু হবে ‘বাহুবলী’ প্রভাস এবং পূজা হেগড়ের সিনেমার শুটিং। পরিচালক রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায় এবার প্রভাসের বিপরীতে অভিনয় করবেন পূজা। চলতি বছরই শুরু হবে ওই সিনেমার শুটিং। ২০১৯ সালে মুক্তি পাবে প্রভাস এবং পূজা অভিনীত ওই সিনেমা। প্রভাসের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পূজা। দক্ষিণী সুপারস্টারের সঙ্গে পাল্লা দিয়ে যাতে অভিনয় করে পারেন, সেই প্রস্তুতিও তিনি শুরু করে দিয়েছেন বলে খবর।

আরও পড়ুন : প্রিয়াকেই পছন্দ রণবীরের?

তবে শুধু প্রভাস নন, জুনিয়র এন টি আর এবং মহেশ বাবুর মত নামজাদা দক্ষিণী অভিনেতার সঙ্গেও এবার নাকি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে হৃত্বিক রোশনের নায়িকাকে।

বর্তমানে ‘সাহো’-র শুটিংয়ে ব্যস্ত প্রভাস। ওই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। আর এবার শ্রদ্ধার পর পূজার মত আরও একজন বলিউড অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রাজামৌলির ‘বাহুবলী’ খ্যাত প্রভাস।

.