সে কি! শিগগিরই নাকি নতুন খবর দেবেন প্রিয়াঙ্কা-নিক?

নিজের মুখেই ইচ্ছের কথা বহুবার জানান নিক জোনাস 

Updated By: Dec 14, 2018, 12:18 PM IST
সে কি! শিগগিরই নাকি নতুন খবর দেবেন প্রিয়াঙ্কা-নিক?

নিজস্ব প্রতিবেদন : সবে সবে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। যোধপুরে পর পর দু'দিন ধরে জাঁকজমকভাবে বলিউড অভিনেত্রীর সঙ্গে বিয়ে সেরেছেন মার্কিন পপ তারকা। যোধপুরে বিয়ে সারার পর দিল্লিতে বসে তাঁদের প্রথম রিসেপশন। এরপর অম্বানি-কন্যার সঙ্গীত সেরে সোজা ওমানে চলে যান প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। শোনা যায়, ওমানেই নাকি ছোট করে মধুচন্দ্রিমা সেরে ফেলছেন তাঁরা। এরপর সেখান থেকে ফিরে ঈশার বিয়েতে হাজির হয়ে ফের মার্কিন মুলুকে পাড়ি দেন নিক জোনাস। শোনা যাচ্ছে, ২০ ডিসেম্বর মুম্বই রিসেপশনের আগে ফের ভারতে ফিরবেন প্রিয়াঙ্কার স্বামী। কিন্তু, নিক-প্রিয়াঙ্কাকে নিয়ে এই নতুন খবর শুনেছেন কি?

আরও পড়ুন : প্রিয়াঙ্কাকে 'ছেড়ে'  চলে গেলেন নিক?
রিপোর্টে প্রকাশ, বিয়ের পর এবার নাকি শিগগিরই বাবা হতে চাইছেন মার্কিন পপ তারকা। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার প্রকাশ্যেই বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন নিক। আর বিয়ের পর এবার নতুন করে নিকের সেই ইচ্ছের কথা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

আরও পড়ুন : চুপচাপ বিয়ে সেরে নিলেন এই বাঙালি অভিনেত্রী, দেখুন
তবে শুধু নিক-ই নন, প্রিয়াঙ্কাও বহুবার নিকের ইচ্ছেকে সম্মান করেন বলে জানিয়েছেন। ভাইপো, ভাইজিদের সঙ্গে নিক কতটা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছেন, সেই কথা বেশ কয়েকবার প্রিয়াঙ্কার মুখে শোনা গিয়েছে। পাশাপাশি নিক শিগগির তাঁর ভাইপো, ভাইজিদের নতুন একজন খেলার সঙ্গী উপহার দিতে চান বলেও শোনা যায়। তাহলে কি এবার মুম্বই রিসেপশনের পর, হাতের কাজ সেরে শিগগিরই নতুন অতিথি আগমণের খবর দেবেন নিক, প্রিয়াঙ্কা? আপাতত দুই তারাঅকার ভক্তরা সে দিকেই তাকিয়ে রয়েছেন।

.