দম থাকলে পতঞ্জলির কন্ডোম তৈরি করুন, রামদেবকে চ্যালেঞ্জ রাখির

যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করলেন রাখি সাওয়ান্ত। তাও আবার কন্ডোম তৈরি নিয়ে। অবাক লাগছে শুনে? তাহলে রাখি সাওয়ান্তের এই ভিডিও দেখুন..

Updated By: Dec 26, 2017, 08:04 PM IST
দম থাকলে পতঞ্জলির কন্ডোম তৈরি করুন, রামদেবকে চ্যালেঞ্জ রাখির

নিজস্ব প্রতিবেদন : যোগগুরু রামদেবকে চ্যালেঞ্জ করলেন রাখি সাওয়ান্ত। তাও আবার কন্ডোম তৈরি নিয়ে। অবাক লাগছে শুনে? তাহলে রাখি সাওয়ান্তের এই ভিডিও দেখুন..

 

ইনস্টাগ্রামের ওই ভিডিওতে যোগগুরু রামদেবকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন টেলিভিশনের 'ড্রামা কুইন'। তিনি বলেন, রামদেবের যদি দম থাকে, তাহলে তিনি যেন পতঞ্জলির কন্ডোম তৈরি করে দেখান। টেলিভিশনের 'ড্রামা কুইনের' ওই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর জল্পনা।

আরও পড়ুন : অমৃতার না-পসন্দ বলেই নবাবপুত্তুরের জন্মদিনে গরহাজির সইফের প্রথম পক্ষের সন্তানরা!

এদিকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের পর, নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। বিরাট বিয়ে করে নিলেন, এবার তাঁর কী হবে বলে বাথরুমে বসে এক অদ্ভূত ভিডিও শেয়ার করেন রাখি।

.