রামায়ণের সীতা এবার অন্য রূপে, ভাইরাল দীপিকা চিখলিয়ার ছবি

নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ছবি শেয়ার করেন দীপিকা 

Edited By: জয়িতা বসু | Updated By: May 8, 2020, 01:48 PM IST
রামায়ণের সীতা এবার অন্য রূপে, ভাইরাল দীপিকা চিখলিয়ার ছবি

নিজস্ব প্রতিবেদন: পর্দার সীতা বলেই পরিচিত তিনি। এবার ফের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রামায়ণের সীতা ওরফে দীপিকা চিখলিয়া।

আরও পড়ুন : লকডাউনের মধ্যে মদ কিনতে বেরিয়েছেন রকুল প্রীত? কী বললেন অভিনেত্রী!

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন দীপিকা। যেখানে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নায়ডুর ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সরোজিনীর পোস্টারের প্রথম লুক প্রকাশ করেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি শেয়ার করেন দীপিকা। পর্দার সীতার ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।

দেখুন...

 

আকাশ নায়েক এবং ধীরজ মিশ্রর পরিচালনায় বড় পর্দায় আসছে স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নায়ডুকে নিয়ে ছবি। রয়্যাল ফিল্ম মিডিয়া ব্যানারের প্রযোজনাতেই শুরু হয় এই সিনেমার শ্যুটিং।

এদিকে লকডাউনের মধ্যে নতুন করে রামায়ণের সম্প্রচার শুরু করে দূরদর্শন। রামানন্দ সাগরের রামায়ণের সম্প্রচার শুরু হতেই ফের পর্দার রাম, সীতা-সহ অন্য চরিত্রগুলি ভাইরাল হতে শুরু করে। ফলে পর্দার সীতা ওরফে দীপিকা চিখলিয়ার সঙ্গে কখনও অটল বিহারী বাজপেয়ী আবার কখনও নরেন্দ্র মোদী কিংবা রাজীব গান্ধীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে।

.