বোন রিয়ার বিয়ের আরও অনেক ছবি শেয়ার করলেন রাইমা

Updated By: Aug 21, 2017, 01:55 PM IST
বোন রিয়ার বিয়ের আরও অনেক ছবি শেয়ার করলেন রাইমা

ওয়েব ডেস্ক : গত বুধবার ফটোগ্রাফার শিবম তিওয়ারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেন দেববর্মা। বিয়েটা হয়েছে আচমকাই, চুপিসাড়ে। পিঙ্ক ভিলা সূত্রে খবর, রিয়া নাকি সন্তানসম্ভবা। আর সেকারণেই এই তড়িঘড়ি বিয়ের আয়োজন। শুধুমাত্র কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন।

তবে রাজ পরিবারের মেয়ে রিয়ার বিয়ে ‌যতই মিডিয়াকে লুকিয়ে হোক না কেন, বিয়ের ছবি ভাইরাল হয়ে ‌যায় কিছুক্ষণের মধ্যেই। তবে পরে অবশ্য রিয়ার দিদি রাইমা নিজেই তাঁর ফেসবুক পেজে বোনের বিয়ের আরও অনেক  ছবিই শেয়ার করেছেন।

আরও পড়ুন- ল্যাকমে ফ্যাশান উইকে এই ‌যুবকের সঙ্গেই দেখা গেল সুহানাকে

আপনাদের জন্য রইল রিয়ার বিয়ের সেই সব ছবি...

 

আরও পড়ুন- ফের একসঙ্গে লাভবার্ড, ইন্টারনেটে ভাইরাল বিরুষ্কার এই ছবি

.