বাড়ছে সোনা, নামছে টাকা

ফের পতনের নয়া রেকর্ড কায়েম করল টাকা। প্রতি মার্কিন ডলার পিছু টাকার মূল্য ৬৬.৭ পয়সা দাঁড়াল। ডলারের তীব্র চাহিদা বৃদ্ধিই এই পতনের মূল কারণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আজ সকালে বাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৬৪.৭৫ টাকা। সেখান থেকে দিনের দ্বিতীয়ার্ধেই টাকার ১.৭৪% পতন হল।

Updated By: Aug 27, 2013, 03:40 PM IST

ফের পতনের নয়া রেকর্ড কায়েম করল টাকা। প্রতি মার্কিন ডলার পিছু টাকার মূল্য ৬৬.৭ পয়সা দাঁড়াল। ডলারের তীব্র চাহিদা বৃদ্ধিই এই পতনের মূল কারণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। আজ সকালে বাজার খোলার সময় ডলার পিছু টাকার মূল্য ছিল ৬৪.৭৫ টাকা। সেখান থেকে দিনের দ্বিতীয়ার্ধেই টাকার ১.৭৪% পতন হল।
অন্যদিকে টাকার মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাস্তানুপাতে বাড়ছে সোনার দাম। পূর্বের সব রেকর্ড ভেঙে প্রতি ১০গ্রাম সোনার দাম ৩২ হাজার টাকা ছাপিয়ে গেল। গত কাল বাজার বন্ধের সময় প্রতি ভরি সোনার দাম ছিল ৩১ হাজার ৮৭৬ টাকা। সেখান থেকে এক ধাক্কায় আজ সোনার দাম ১,০৫৭টাকা বেড়ে দাঁড়াল ৩২, ৯৩৩ টাকা।
সোনার সঙ্গেই বেড়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপোর দাম ১,৪৮৮ টাকা বেড়ে ৫৫,২৭৫ টাকায় দাঁড়িয়েছে।

.