তৈমুর না থাকলে ভালোই লাগে, নিজের সঙ্গে সময় কাটাতে পারি : সইফ

নিজস্ব প্রতিবেদন: তিন সন্তানের বাবা তিনি। তাই বাবা হওয়ার দায়িত্ব তিনি বেশ ভালোই বোঝেন। ইব্রাহিম আলি খান, সারা আলি খান আর তৈমুর আলি খান, সইফের এই তিন সন্তানের মধ্যে তৈমুরের জনপ্রিয়তা যে একটু বেশিই তা আর বলার অপেক্ষা রাখে না। তৈমুরকে প্রকাশ্যে দেখা গেলেই তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পাপারাজ্জি। পেজ থ্রির পাতায় তৈমুরের এখন নিত্য আনাগোনা। 

তবে সইফ কিন্তু বলছেন অন্যকথা! করিনা তৈমুরকে নিয়ে বাইরে কোথাও গেলে তিনি নাকি মনে মনে খুশিই হন, কারণ তাতে বেশকিছুটা সময় নিজের মতো করে কাটানোর সুযোগ পান তিনি। 

সম্প্রতি, হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, ''করিনার 'বীর দি ওয়েডিং'-এর শ্যুটিং শুরুর প্রথম দিন ও যখন তৈমুরকে দিল্লি নিয়ে গেল তখন বেশ খুশিই হয়েছিলাম। মনে হয়েছিল বাড়িতে বেশ একা থাকা যাবে (হাসি)। আসলে নিজের সঙ্গে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। তবে কিছুদিন পরেই আমি ওদের খুব মিস করছিলাম। ওদের অনুপস্থিতি মন খারাপ করে দিচ্ছিল। আমি যে অভিভাবক হিসাবে দারুন একজন তা যদিও নয়। তবে তৈমুর আমার জীবনকে ঘিরে রয়েছে। তাই কখনও নিজের সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে আবার কখনও ওদের উপস্থিতিও ভালো লাগে।''

সইফ আরও বলেন, ''কিছু লোকজন থাকে না যারা সবসময় আবদ্ধ থাকতে ভালোবাসে না। তাদের মধ্যে আমি একজন। তৈমুরও আমার সঙ্গে একা থাকলে ওর মন খারাপ থাকে। তবে এখন করিনা ফিরে গেছে তাই ও খুশি। করিনার এনার্জির জন্য পরিবারেও সমতা থাকে।'' 

আরও পড়ুন-প্রকাশ্যে এল 'বীর দি ওয়েডিং'-এর ফার্স্ট লুক

 

English Title: 
Saif Ali Khan: After Kareena Kapoor Khan Took Taimur To Delhi, I Was Happy To Have My Own Space
News Source: 
Home Title: 

তৈমুর না থাকলে ভালোই লাগে, নিজের সঙ্গে সময় কাটাতে পারি : সইফ

তৈমুর না থাকলে ভালোই লাগে, নিজের সঙ্গে সময় কাটাতে পারি : সইফ
Yes
Is Blog?: 
No