করিনাকে বিয়ে করেও প্রাক্তন স্ত্রী অমৃতাকে চিঠি লেখেন সইফ!

নিজেই জানান সইফ

Edited By: জয়িতা বসু | Updated By: Mar 21, 2020, 04:51 PM IST
করিনাকে বিয়ে করেও প্রাক্তন স্ত্রী অমৃতাকে চিঠি লেখেন সইফ!

নিজস্ব প্রতিবেদন : ২০১২ সালে করিনা কাপুর খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সইফ আলি খান। কাপুর-কন্যার সঙ্গে বিয়ের দিন প্রাক্তন স্ত্রী অমৃতাকে একটি চিঠি লেখেন সইফ। কি অবাক লাগছে শুনে!
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। করণ জোহরের শো কফি উইফ করণ-এ হাজির হয়ে সইফ আলি খান জানান, করিনার সঙ্গে বিয়ের দিন অমৃতাকে একটি চিঠি লেখেন তিনি। শুধু তাই নয়, অমৃতাকে যে চিঠি সইফ লেখেন, তা সবার প্রথমে করিনাকেই পড়ান। এসবের পাশাপাশি সইফ আরও জানান, অমৃতাকে যাতে বিয়ের দিন সইফ চিঠি লেখেন, সে বিষয়ে করিনাই তাঁকে জোরাজুরি করেন।

আরও পড়ুন : করিনার সঙ্গে আব্বার দ্বিতীয় বিয়ের ছবি সামনে আনলেন সারা
এদিকে সইফ যেমন দ্বিতীয় বিয়ের দিন অমৃতাকে চিঠি লেখেন, তেমনি সারাকেও তাঁর আব্বার বিয়েতে পাঠান ছোটে নবাবের প্রথম পক্ষের স্ত্রী। আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা আনারকলি পরিয়ে সারাকে সইফ-করিনার বিয়ের আসরে পাঠান অমৃতা।

 

.