হাফ সেঞ্চুরি হাঁকালেন বলিউডের খিলাড়ি, শুভেচ্ছা বার্তায় কে কী বললেন?

Updated By: Sep 9, 2017, 02:25 PM IST
হাফ সেঞ্চুরি হাঁকালেন বলিউডের খিলাড়ি, শুভেচ্ছা বার্তায় কে কী বললেন?

ওয়েব ডেস্ক: প্রত্যেকের জীবনেই প্রতি বছর আসে এই বিশেষ দিনটি। আর তিনি তো বলিউড সুপারস্টার। তাই তাঁর জীবনের এই বিশেষ দিনটি শুধু তাঁর কাছেই নয়, আরও অনেকের কাছেই '‍বিশেষ দিন'‍। হাজার হোক বলিউডের খিলাড়ি অক্ষয়কুমারের জন্মদিন বলে কথা।

দেখতে দেখতে জীবনে হাফ সেঞ্চুরিটা করেই ফেললেন অক্ষয়। শনিবার ৯ সেপ্টেম্বর ৫০ পা রাখলেন আক্কি। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। টুইটার, ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা।‌

তবে অক্ষয়ের জন্মদিনে সবচেয়ে স্পেশাল শুভেচ্ছা অবশ্যই এসেছে স্ত্রী টুইঙ্কেলের কাছ থেকে। টুইট করে হাবি অক্ষয়কে শুভেচ্ছা জানিয়েছেন মিসেস ফানি বোনস।

হৃত্বিক রোশন, তাপসী পান্নু, ভূমি পেডনেকার, হুমা কুরেশি, লারা দত্তা, সাজিদ খান, ফারহান আখতার, রীতেশ দেশমুখ, অর্জুন রামপাল, বীরেন্দ্র সহবাগ, সচিন তেন্ডুলকর সহ আরও অনেকেই অক্ষয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২৪ ঘণ্টার তরফেও বলিউডের খিলাড়ির ৫০তম জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন- ৫০তম জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার খিলাড়ি অক্ষয়ের

.