এই স্টার 'না' বলায় 'সুলতান'-এ সুযোগ সলমনের!

ওয়েব ডেস্ক : ছবি মুক্তির আগেই বিতর্ক দিয়ে শুরু। ছবি মুক্তির পরই সুপারহিট 'সুলতান'। মাত্র সাতদিনে 'সুলতান'-এর বক্সঅফিস কালেকশন ৪০০ কোটি। কিন্তু জানেন কি, 'সুলতান'-এ আসলে কোন অভিনেতার অভিনয়ের কথা ছিল?

সূত্র বলছে, 'সুলতান' হওয়ার কথা নাকি ছিল অর্জুন কাপুরের। কারণ, আলি আব্বাস জাফর সলমনের আগে অর্জুনের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করেন। কিন্তু জাফরের প্রস্তাব ফিরিয়ে দেন অর্জুন। আর তারপরই সলমন খানের কাছে অফারটি আসে। এরপরেরটা 'ইতিহাস'... যা বলছে বক্সঅফিস। তবে এমন একটি ব্লকব্লাস্টার হিট ছবির অফার ফিরিয়ে দেওয়ার জন্য অর্জুন এখন আফশোস করছেন কিনা, সেটা অবশ্য জানা যায়নি।

যদিও, এই অফার প্রসঙ্গটি যশরাজ ফিল্মস গুজব বলেই উড়িয়ে দিয়েছে।

English Title: 
Salman gets chance in Sultan because this actor turns down the offer
News Source: 
Home Title: 

এই স্টার 'না' বলায় 'সুলতান'-এ সুযোগ সলমনের!

এই স্টার 'না' বলায় 'সুলতান'-এ সুযোগ সলমনের!
Yes
Is Blog?: 
No