মুক্তি পেল ভূমির ট্রেলার : দেখুন মেয়ের জন্য সঞ্জয় দত্তের লড়াই

Updated By: Aug 10, 2017, 06:05 PM IST
মুক্তি পেল ভূমির ট্রেলার : দেখুন মেয়ের জন্য সঞ্জয় দত্তের লড়াই

ওয়েব ডেস্ক : অবশেষে মুক্তি পেল ‘ভূমির’ ট্রেলারl আর ভূমির হাত ফের সিলভার স্ক্রিনে স্বমহিমায় হাজির সঞ্জয় দত্তl আর সঞ্জয় দত্তের সঙ্গে ‘ভূমিতে’ হাজির অদিতি রায় হায়দরিওl

‘ভূমি’-র ট্রেলারে উঠে এসেছে বাবা-মেয়ের কাহিনীl যে দু’জন ভাগ্যের সঙ্গে লড়াই করে যাচ্ছেন সমানভাবেl মেয়ের জীবনসঙ্গী হিসেবে ‘বেস্ট পার্সনকে’ পচ্ছন্দ করলেও, সময়ের হেরফেরে বাবা-মেয়ের লড়াই যেন আরও কঠিন হয়ে যায়l

ভূমিতে সঞ্জয় দত্ত, অদিতি রায় হায়দরির পাশাপাশি শরদ কেলকারকে দেখা যাচ্ছে নেগেটিভ চরিত্রেl ট্রেলারে উঠে এসেছে, যে বা যাঁরা মেয়ের জীবন নষ্ট করে দেয়, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে উঠেপড়ে লাগেন সঞ্জয় দত্তl শুধু তাই নয়, মেয়ের জন্য লড়াই করতে আদালতের দ্বারস্থ হতেও দেখা যায় সঞ্জয় দত্তকেl

সিনেমায় সঞ্জয় দত্তের বন্ধু হিসেবে দেখা যাচ্ছে শেখর সুমনকেl পরিচালক উমং কুমারের ওই সিনেমা মুক্তি পাবে আগামী ২২ সেপ্টেম্বরl

দেখুন, ভূমির ট্রেলার-

.