সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট খতিয়ে দেখতে নিয়োগ তিন আদালত বান্ধবের

সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট খতিয়ে দেখতে তিন জন আদালত বান্ধব নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। আজ অসীম ব্যানার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন জন আইনজীবী এই রিপোর্ট খতিয়ে দেখবেন। আমানতকারীদের পক্ষে বিকাশ ভট্টাচার্য , সরকারের তরফে প্রণব গুপ্ত এবং সেবির তরফে লক্ষ্মী গুপ্তকে সিটের এই রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

Updated By: Dec 9, 2013, 09:38 PM IST

সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট খতিয়ে দেখতে নিয়োগ তিন আদালত বান্ধবের

সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট খতিয়ে দেখতে তিন জন আদালত বান্ধব নিয়োগ করল কলকাতা হাইকোর্ট। আজ অসীম ব্যানার্জির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন জন আইনজীবী এই রিপোর্ট খতিয়ে দেখবেন। আমানতকারীদের পক্ষে বিকাশ ভট্টাচার্য , সরকারের তরফে প্রণব গুপ্ত এবং সেবির তরফে লক্ষ্মী গুপ্তকে সিটের এই রিপোর্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।

জুন মাসে হাইকোর্ট নির্দেশ দেয়, সারদা মামলায় প্রতিমাসে সিটকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এতদিন রিপোর্ট রেজিস্ট্রারের কাছে জমাও পড়ত। এবার তা খতিয়ে দেখার কাজ শুরু হল। শুধুমাত্র এই পদ্ধতিতে অবশ্য আস্থা নেই আমানতকারীদের আইনজীবীর। তাই বিকল্প পথে হাঁটার চিন্তাভাবনা করছেন তিনি।

.