আনন্দের সঙ্গে সাতপাক, দেখুন সোনামের বিয়ের সব ভিডিও
সোনামের বিয়ে উপলক্ষে মুম্বইতে যেন বসে চাঁদের হাট। রানি মুখোপাধ্যায় থেকে আমির খান কিংবা করিনা কাপুর খান কিংবা অমিতাভ বচ্চন, প্রত্যেকে হাজির হয়েছিলেন সোনামের কাপুরের বিয়েতে।
![আনন্দের সঙ্গে সাতপাক, দেখুন সোনামের বিয়ের সব ভিডিও আনন্দের সঙ্গে সাতপাক, দেখুন সোনামের বিয়ের সব ভিডিও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/05/08/119768-pagesnnnnbiee.jpg)
নিজস্ব প্রতিবেদন : অপেক্ষার অবসান। সমস্ত রীতি নীতি মেনে মঙ্গলবার আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সোনাম কাপুর। সোনামের বিয়ে উপলক্ষে মুম্বইতে যেন বসে চাঁদের হাট। রানি মুখোপাধ্যায় থেকে আমির খান কিংবা করিনা কাপুর খান কিংবা অমিতাভ বচ্চন, প্রত্যেকে হাজির হয়েছিলেন সোনামের কাপুরের বিয়েতে।
আরও পড়ুন : লাল লেহেঙ্গায় বিয়ের পোশাকে মণ্ডপে হাজির সোনাম
লাল লেহেঙ্গা পরে সোনাম যখন ক্যামেরার সামনে হাজির হন, তখন যেন ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। এরপর শিখ রীতি মেনে কখনও আনন্দ আহুজা সোনামের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন। আবার কখনও আনন্দ সিঁদুর পরিয়ে দেন সোনামকে। সেই সঙ্গে কখনও সোনামের হাতে হাত ধরে প্রস্তাব দেন আনন্দ। সেই সঙ্গে সোনাম, আনন্দের বিয়েতে হাজির হন বলিউডের তাবড় সেলিব্রিটিরা।
দেখুন সেই ছবি, ভিডিও..
এদিকে বিয়ের পর পরই মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন না সোনাম, আনন্দ। জানা যাচ্ছে, আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধার পর কান ফেস্টিভ্যালের জন্য রওনা দেবেন অনিল কন্যা।