৯ কোটি টাকার সম্পত্তির মালকিন হয়েও নিজের গাড়ি নেই সোনিয়ার

রায়বেরিলিতে মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী। সেই সঙ্গেই জমা পড়ল তাঁর সম্পত্তির হিসেবও। দেখা যাচ্ছে ৯.২৮ কোটি টাকার সম্পত্তির পরও নিজের নামে কোনও গাড়ি নেই ইন্দিরার পুত্রবধূর!

Updated By: Apr 2, 2014, 09:34 PM IST

রায়বেরিলিতে মনোনয়ন জমা দিলেন সোনিয়া গান্ধী। সেই সঙ্গেই জমা পড়ল তাঁর সম্পত্তির হিসেবও। দেখা যাচ্ছে ৯.২৮ কোটি টাকার সম্পত্তির পরও নিজের নামে কোনও গাড়ি নেই ইন্দিরার পুত্রবধূর!

প্রকাশিক এফিডেভিট বলছে মোট ৬.৪৭ কোটি টাকার স্থাবর ও ২.৮১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে সোনিয়ার। গত নির্বাচনের মনোনয়ন প্রকাশের সময়ে সোনিয়ার সম্পত্তির পরিমানের ৬ গুণ বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তি। ছেলে রাহুলকে ৯ লক্ষ টাকার ঋণ দিয়েছেন সোনিয়া। ২০১২-১৩ আর্থিক বছরে নিজের আয়ের পরিমান দেখিয়েছেন ১৪.২১ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে তাঁর হাতে রয়েছে ৮৫,০০০ টাকা, ব্যাঙ্কে রয়েচে ৬৬ লক্ষ টাকা, রয়েছে ১০ লক্ষ টাকার বন্ড ও ১.৯৯ লক্ষ টাকার শেয়ার। এছাড়াও মিউচুয়াল ফান্ডে রয়েছে ৮২.২০ লক্ষ টাকা, পিপিএফের পরিমান ৪২.৪৯ লক্ষ টাকা, ২.৮৬ লক্ষ টাকার ন্যাশনাল সেভিং স্কিম ও ৬২ লক্ষ টাকার গয়না।

স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ইটালির ১৯.৯০ লক্ষ টাকার পৈতৃক সম্পত্তি, ডেরামন্ডি গ্রামে ৪.৮৬ কোটি টাকার জমি ও সুলতানপুর গ্রামে ১.৪০ কোটি টাকার একটি জমি।

গত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সম্পত্তির পরিমান ছিল ১.৩৭ কোটি টাকা।

.