২০২০-র NEET, JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন সোনু সুদের

 ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে পরীক্ষা দুমাস পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন সোনু। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 26, 2020, 07:57 PM IST
২০২০-র NEET, JEE পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন সোনু সুদের

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে NEET,  JEE পরীক্ষা নিয়ে চলছে জোর বিতর্ক। এবার এই বিতর্কে মুখ খুললেন সোনু সুদ। ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়ে পরীক্ষা দুমাস পিছিয়ে দেওয়ার আবেদন জানালেন সোনু। 

টুইটারে সোনু সুদ লেখেন, ''বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের সরকারের কাছে আমার অনুরোধ, NEET, JEE পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। COVID-19-এর এই পরিস্থিতিতে আমরা কখনওই ছাত্র-ছাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না।'' সোনু সুদ আরও লেখেন, ''এটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষা নয়, সরকারের কাছেও পরীক্ষা। সরকারের কাছে অন্তত ৬০ দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার একটা সুযোগ রয়েছে। এটা করে ছাত্রছাত্রীদের মুখে হাসি ফিরিয়ে আনুন। সরকার ও ছাত্রছাত্রীরা মিলে গেলেই নতুন পথ খুলে যেতে পারে।''

সোনু সুদের কথায়, গোটা দেশে প্রায় ২৬ লক্ষ ছাত্রছাত্রী রয়েছেন। বহু ছাত্রছাত্রী বিহার থেকে পরীক্ষা দেন, বিহারের বহু এলাকায় বন্যা হয়ে গিয়েছে। অসমেও বন্যা। গুজরাটও #NEET, JEE পরীক্ষা স্থগিত রাখার জন্য আবেদন করেছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভয়টা খুবই বাস্তব। 

NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে সোনু সুদ বলেন, ''আমি নিজেও একজন ইঞ্জিনিয়র,  আমার মনে হয়, এটা দেশের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশের বহু গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব নেবে। তাঁদের বেড়ে ওঠার সুযোগ করে দিক দেশ।'' সোনুর কথায়, অন্তত নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। যেসমস্ত জেলায় বন্যা হয়ে গিয়েছে সে এলাকার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাবে, সেটা আশা করবেন কীভাবে। কোথায় গিয়ে তাঁরা থাকবেন? তাঁদের কাছে টাকাও তো নেই। এই পরিস্থিতিতে তাঁদের জোর করে বের করে এনে পরীক্ষা দিতে পাঠাতে পারি না।''

.