জিয়া খানের মৃত্যু নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি
বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলাতে মুখ খুললেন বলিউড অভিনেতা সুরাজ পানচোলি। সুরাজের বিরুদ্ধে একটি চার্জশিট গঠন করে সিবিআই। এই চার্জশিটে জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা বলা হয়েছে। চলতি বছরের ৯ ডিসেম্বর এই চার্জশিট গঠন করে সিবিআই।
![জিয়া খানের মৃত্যু নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি জিয়া খানের মৃত্যু নিয়ে মুখ খুললেন সুরজ পাঞ্চোলি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/12/23/46904-jiah-khan.jpg)
ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলাতে মুখ খুললেন বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলি। সুরজের বিরুদ্ধে একটি চার্জশিট গঠন করে সিবিআই। এই চার্জশিটে জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা বলা হয়েছে। চলতি বছরের ৯ ডিসেম্বর এই চার্জশিট গঠন করে সিবিআই।
প্রসঙ্গত, ২০১৩ সালে আত্মহত্যা করেন বলিউড অভিনেত্রী জিয়া খান। সুরাজের প্রাক্তন প্রেমিকা ছিলেন জিয়া। কিন্তু জিয়াকে দেওয়া একটাও প্রতিশ্রুতি রাখেননি সুরাজ। যার ফলে অবসাদে ভুগছিলেন জিয়া। তার জেরেই আত্মহত্যা করেন তিনি। কিন্তু এই চার্জশিটকে কেন্দ্র করে কোনও কথাই বলতে চাননি সুরাজ। গিল্ড অ্যাওয়ার্ডে গিয়ে তিনি জানিয়েছেন, 'জীবনে চড়াই উতরাই তো রয়েছেই। ভগবান যা ভালো বুঝবেন তাই করবেন। এই কেস সম্বন্ধে ১০ জন লোক ১০ রকম কথা বলছে। কিন্তু এর মাঝে কোনও মন্তব্য করে ঝামেলার সৃষ্টি করতে আমি নারাজ।'
সম্প্রতি সলমনের 'হিরো' সিনেমাতে অভিনয় করেছিলেন সুরাজ। এই কেসে সলমন তাঁকে সাহায্য করছেন কিনা তা জানতে চাওয়া হলে তিনি জানান, 'সলমনের সঙ্গে এই কেসের কোনও সম্পর্কই নেই। এই কেসে তাঁর পাশে একমাত্র রয়েছে তাঁর পরিবার।'