বিয়ে করেই 'আত্মহারা' শ্রাবন্তী, কী বললেন টলি ডিভা?
"আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে আমি বিবাহিত। গোটা জার্নিটাই একটা রূপকথার মত। আমি এখনও ঘোরের মধ্যে রয়েছি..." বিয়ের বয়স সবে তিনদিন। ১০ জুলাই গাঁটছড়া বেঁধেছেন সুপার মডেল কৃষণের সঙ্গে। আর তারপরই এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের বিয়ে, স্বামী কৃষণ সম্পর্কে মুখ খুললেন শ্রাবন্তী।
![বিয়ে করেই 'আত্মহারা' শ্রাবন্তী, কী বললেন টলি ডিভা? বিয়ে করেই 'আত্মহারা' শ্রাবন্তী, কী বললেন টলি ডিভা?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/13/60571-1360705410538426580418115489058147297524306n.jpg)
ওয়েব ডেস্ক : "আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে আমি বিবাহিত। গোটা জার্নিটাই একটা রূপকথার মত। আমি এখনও ঘোরের মধ্যে রয়েছি..." বিয়ের বয়স সবে তিনদিন। ১০ জুলাই গাঁটছড়া বেঁধেছেন সুপার মডেল কৃষণের সঙ্গে। আর তারপরই এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের বিয়ে, স্বামী কৃষণ সম্পর্কে মুখ খুললেন শ্রাবন্তী।
বললেন, 'কৃষণ এই সেদিন পর্যন্ত আমার বাবা-মাকে আঙ্কল-আন্টি বলে ডাকত। কিন্তু সেদিন যখন মা-বাবা বলে ডাকল! অসম্ভব ভালো লাগছিল। আমার ছেলে ঝিনুক আর কৃষণ তো হরিহর আত্মা। কৃষণের বেস্টফ্রেন্ড ঝিনুকই। আমার পরিবারের প্রতি কৃষণের এই শ্রদ্ধা ও ভালোবাসাই আমার ওঁর প্রেমে পড়ার অন্যতম কারণ।'
আনন্দে আত্মহারা শ্রাবন্তী বলে চলেন, 'কৃষণই আমার বেস্ট ফ্রেন্ড। আগেও আমার জীবনে দু-দুটো সম্পর্ক এসেছে। একটা বিয়ে পর্যন্ত গড়িয়েওছে। কিন্তু সেগুলোর সবটাই পরবর্তীকালে তিতকুটে অভিজ্ঞতা। কৃষণ আমার জীবনকে ভালোবাসায়, শান্তিতে ভরিয়ে দিয়েছে। নিজেকে কখনও এতটা সুখী মনে হয়নি আগে। এখন তো আমি ফেসবুকে আমাদের ছবি শেয়ার করতেও লজ্জা পাই না।'