এয়ারটেল, ভোডাফোনের লাইসেন্স `রিনিউ`-এর আবেদন খারিজ শীর্ষ আদালতে

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এয়ারটেল, ভোডাফোনের লাইসেন্স `রিনিউ`-এর আবেদন। ফলে স্পেকট্রাম নিলামে দরপত্র দিতে একবার বাধ্য হবে এয়ারটেল, ভোডাফোনের। কলকাতা, দিল্লি ও মুম্বই সার্কেলে আগামী বছর নভেম্বরে মেয়াদ ফুরোতে চলেছে ভোডাফোনের টুজি টেলিকম পরিষেবার লাইসেন্স৷

Updated By: Feb 3, 2014, 01:33 PM IST

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল এয়ারটেল, ভোডাফোনের লাইসেন্স `রিনিউ`-এর আবেদন। ফলে স্পেকট্রাম নিলামে দরপত্র দিতে একবার বাধ্য হবে এয়ারটেল, ভোডাফোনের। কলকাতা, দিল্লি ও মুম্বই সার্কেলে আগামী বছর নভেম্বরে মেয়াদ ফুরোতে চলেছে ভোডাফোনের টুজি টেলিকম পরিষেবার লাইসেন্স৷

ক মাস আগে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (ডট) সংস্থা দুটির লাইসেন্স পুনর্নবীকরণের আবেদন খারিজ করে দেয়৷ পুনর্নবীকরণের সেই আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ভোডাফোন ও এয়ারটেল। কিন্তু সুপ্রিম কোর্ট আজ লাইসেন্স `রিনিউ`-এর সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দেয়।

অর্থাত্‍ , নিলামেই স্পেকট্রাম কিনতে হবে লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়া সংস্থাগুলিকে৷ দিল্লি সার্কেলে ভারতী এয়ারটেল ও ভোডাফোন প্রত্যেকের হাতে থাকা ৮ মেগাহার্ত্‍‌জ করে , মুম্বইয়ে ভোডাফোন ও লুপ প্রত্যেকের ৮ মেগাহার্ত্‍‌জ করে এবং কলকাতায় ভারতী এয়ারটেলের ৬.২ মেগাহাত্র্‌জ এবং ভোডাফোনের হাতে ৭ .৮ মেগাহার্ত্‍‌জ স্পেকট্রাম রয়েছে যার মেয়াদ ২০১৪ সালে শেষ হবে৷

নতুন নিয়ম অনুযায়ী, ২০১৪ সালের শেষে তাদের লাইসেন্সের মেয়াদ ফুরনোর পরে নিলামের মাধ্যমে বাজারদরেই তা কিনতে হবে বলে ভারতী এয়ারটেল ও ভোডাফোনকে৷ টেলিকম দপ্তরের কথায়, `আমাদের নিয়ম অনুযায়ী নিলামে যোগ দিয়ে দর নিশ্চিত করতে পারলে তবেই লাইসেন্স মিলবে না হলে ওই তরঙ্গে কোনও অধিকার নেই সংস্থাগুলির৷`

.