সুস্মিতাকে 'দেবী' বলে ডাকলেন বন্ধু রোহমান

ছবি দেখেই কুপোকাত রোহমান 

Updated By: Aug 22, 2019, 03:17 PM IST
সুস্মিতাকে 'দেবী' বলে ডাকলেন বন্ধু রোহমান

নিজস্ব প্রতিবেদন: রোহমান শল-কে কবে বিয়ে করছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর জল্পনা শুরু হয়েছে। বয়সের তুলনায় ছোট বন্ধুকে কবে বিয়ে করছেন, তা নিয়ে স্পষ্ট উত্তর দেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। বুঝতেই পারছেন, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কথাই বলা হচ্ছে।

আরও পড়ুন : কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ, মুখ খুললেন নোবেল
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন সুস্মিতা। যেখানে সাদা পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। প্রাক্তন বিশ্ব সুন্দরীর ওই ছবি দেকে তাঁকে 'দেবী' বলে সম্মোধন করেন রোহমান। শুধু তাই নয়, 'দেবী'-কে তিনি ভালবাসেন বলেও সোশ্যাল সাইটে প্রকাশ্যে বলতে দেখা যায় রোহমান শলকে।

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত গত বছর বলিউডে বিভিন্ন তারকাদের বাড়িতে দিওয়ালি পার্টির সময় থেকে সুস্মিতা সেনের সঙ্গে দেখা যায় রোহমানকে। তাঁর সঙ্গে কে, প্রথমে সে বিষয়ে মুখ না খুললেও পরে নিজের মডেল বন্ধুর সঙ্গে প্রত্যেকের পরিচয় করিয়ে দেন সুস্মিতা। তবে বিয়ে কবে করছেন, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।

.