চলে গেলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'-র ডক্টর হাতি

মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি

Updated By: Jul 9, 2018, 02:49 PM IST
চলে গেলেন 'তারক মেহতা কা উল্টা চশমা'-র ডক্টর হাতি

নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ‘ডক্টর হংসরাজ হাতি’ অর্থাত অভিনেতা কবি কুমার আজাদ। মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আরও পড়ুন : টিনা মুনিমের সঙ্গে বিচ্ছেদ, তারপরই মাদকাসক্ত সঞ্জয় দত্ত?

স্পটবয় ডট কম-এর খবর অনুযায়ী, গত ৩ দিন ধরে নাকি মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন কবি কুমার আজাদ। হাসপাতালে থাকাকালীনই রবিবার রাত থেকে কোমায় চলে যান কবি কুমার আজাদ। এরপর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবি কুমার আজাদের মৃত্যুতে টেলি জগতে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন : মিঠুনের ছেলের সঙ্গে ভাঙল মেয়ের বিয়ে, বিস্ফোরক মাদালসার  মা!

এদিকে কবি কুমার আজাদের মৃত্যুর খবর পাওয়ার পর পরই বন্ধ করে দেওয়া হয় ‘তারক মহেতা কা উল্টা চশমা’-র শুটিং।  

.