একদিন আগেই মুক্তি পেল The Family Man 2, উচ্ছ্বসিত ফ্যানেরা

এত দিনের অপেক্ষার অবসান তাও সময়েই আগে। 

Updated By: Jun 4, 2021, 04:13 PM IST
একদিন আগেই মুক্তি পেল The Family Man 2, উচ্ছ্বসিত ফ্যানেরা

নিজস্ব প্রতিবেদন: প্রথমে কথা ছিল ৪ জুন অর্থাৎ শুক্রবার মুক্তি পাবে The Family Man 2, কিন্তু হঠাতই আমাজন প্রাইম সিন্ধান্ত নেয় বৃহস্পতিবার মুক্তি পাবে এই সিরিজ। ভক্তদের কাছে তো হাতে চাঁদ পাওয়ার মতো। এত দিনের অপেক্ষার অবসান তাও সময়েই আগে। 

প্রথম সিজন শেষের পর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন। উত্তেজনার পারদ চড়ছিল। এবার সব প্রতীক্ষার অবসান হল। নিজস্ব অবতারে ধরা দিলেন মনোজ বাজপেয়ী। টুইটারে তাই উপচে পড়ছে কমেন্ট। নিজেদের খুশি জাহির করতে পিছপা নন টুইটারেতিরা।

আরও পড়ুন,সেফ হোম-এর পর এবার Jishu Sengupta-র উদ্যোগে ত্রাণ পৌঁছলো সুন্দরবনে

সম্পূর্ণ নতুন আখ্যানে চিত্রনাট্য সাজিয়েছে নির্মাতারা। শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। প্রথম সিরিজে ইন্টালিজেন্স অফিসার হিসাবে দেখা গিয়েছিল তাঁকে, কিন্তু সিক্যুয়েলে ১০-৫টার ডেস্ক পার্সেন হিসাবে দেখা যাবে অভিনেতাকে। 

.