শ্রীদেবী ও দিব্যার মধ্যে রহস্যজনক যোগসূত্রটা কী জানেন?
শ্রীদেবীর আকস্মিক এই মৃত্যু আচমকাই বলি মহলের অনেককেই এই স্মৃতিচারণায় বাধ্য করেছেন। কিন্তু এই মৃত্যুও যেন যোগসাধন করল বলিউডের সুন্দরী দুই অভিনেত্রীর মধ্যে।
![শ্রীদেবী ও দিব্যার মধ্যে রহস্যজনক যোগসূত্রটা কী জানেন? শ্রীদেবী ও দিব্যার মধ্যে রহস্যজনক যোগসূত্রটা কী জানেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/25/110379-663246-sridevi-divyabharti.jpg)
নিজস্ব প্রতিবেদন: তাঁদের দেখতে অনেকটা একই রকম। হাবভাব, কথা বলার ধরন, চুলের স্টাইল- বেশ অনেকটাই মিল ছিল দুজনের। অনেকে তাঁকে শ্রীদেবীর ছোটো বোন বলে ডাকতেন। তিনি ৯-এর দশকের অন্যতম সুন্দরী অভিনেত্রী দিব্যা ভারতী।
শ্রীদেবীর আকস্মিক এই মৃত্যু আচমকাই বলি মহলের অনেককেই এই স্মৃতিচারণায় বাধ্য করেছেন। কিন্তু এই মৃত্যুও যেন যোগসাধন করল বলিউডের সুন্দরী দুই অভিনেত্রীর মধ্যে। দুজনেরই মৃত্যু বড়ই আকস্মিক। ১৯৯৩ সালে ৫ এপ্রিল ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় দিব্যার। ২৫ ফেব্রুয়ারি তাঁর জন্ম বার্ষিকী। কিছুটা কাকতালীয় হলেও, দিব্যার জন্মবার্ষিকীর ঠিক আগের দিনই মৃত্যু হল শ্রীদেবীর।
৯ এর দশকে বলি মহলের অনেকেরই মত ছিল, এক ঝলকে দিব্যা আর শ্রীদেবীর মধ্যে নাকি গুলিয়ে যেত অনেকেরই। অনেক অনুষ্ঠানেও দিব্যাকে ‘ইয়ঙ্গার সিস্টার অফ ছলবাজ’ বলেও সম্বোধন করা হয়েছে।