২০১৫: বলিউডের থামস ডাউনের পাঁচ অধ্যায়

Updated By: Dec 17, 2015, 06:27 PM IST

বলিউডে বছরের পাঁচটা ফ্লপ জিনিস--

৫) ইমরান হাসমি-- কিসিং কিংয়ের এ বছরের বছর একেবারে ঠান্ডা। বছরে যে দুটো সিনেমা করেছেন, দুটোই ফ্লপ। যদিও হামারি আধুরি কাহানি কিছুটা চলেছে, কিন্তু মিস্টার এক্স-তো সর্বকালের ফ্লপ তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। মিস্টার ইন্ডিয়ায় ভ্যানিস ম্যান হয়ে অনিল কাপুর যতটা খ্যাতি দিয়েছিল, মিস্টার এক্স সিনেমায় ভ্যানিস ম্যান হয়ে খারাপ অভিনয় করা ইমরান হাসমিকে ততটাই সমালোচনার মুখে ঠেলে দিয়েছে। বছরটা ইমরান শেখালো নতুন কিছু না করলে বলিউডে জায়গা রাখা কঠিন হবে। বিস্তারিত পড়ুন

 

৪) শাহিদ কাপুর- বছরটা শাহিদের দারুণ যাওয়ার কথা। যেভাবে ঘটা করে মীরা রাজপুতের সঙ্গে বিয়েটা সারলেন তাতে বছরের আস্ত একটা মাস খবরে থাকলেন। কিন্তু তা হলে হবে কী। শানদার সিনেমায় মিষ্টি আলিয়ার সঙ্গে জুটি বেধে যেভাবে বড় ফ্লপ উপহার দিলেন তাতে বছরটা একেবারে মাটি হয়ে গেল শাহিদের। বিস্তারিত পড়ুন

৩) ইমরান খান- না ফ্লপের ফাঁড়াটা কাটল তো নাই, বরং আরও বড় ফ্লপের ছাপ্পা লেখে গেল আমিরের ভাগ্নে ইমরানের গায়ে। কাট্টি বাট্টি-তে কী ছিল না। কঙ্গনা ছিলেন, প্রচারে নানা অভিনব উপায় ছিল, পরিচালক হিসেবে ছিলেন নিখিল আদবানি। কিন্তু এরপরেও বড় ফ্লপ কাট্টি বাট্টি। ব্যাপার আ। কী দাঁড়াল দর্শকরা একেবারে থামস ডাউন করে দিলেন ইমরান খানকে। বিস্তারিত পড়ুন

২) আমরা-ওরায় বিভাজন-- অসিহষ্ণুতা ইস্যু বলিউডের বিভাজনকে একেবারে প্রকাশ্যে এনে দিল। গণতান্ত্রিক দেশে মতামত ভিন্ন হবে সেটা খুব স্বাভাবিক, কিন্তু তা বলে সেই বিভাজনটা তরজায় পরিণত হলে কতটা খারাপ দেখায় সেটা ২০১৫ সালটা দেখিয়ে দিল। মোদী সরকারের বিরুদ্ধে একদিকে যেমন চলল পুরস্কার ফিরিয়ে দেওয়ার হিড়িক, অন্যদিকে তেমন চলল আক্রমণ। সরকার পক্ষের হয়ে ময়দানে নামলেন অনুপম খের। উল্টো দিকে আমির, শাহরুখ, দিবাকররা। সবই হল কিন্তু আমরা-ওরাটা বড্ড স্পষ্ট হয়ে গেল। কেন বলিউডের সবাই একজোট হয়ে পরিষ্কার কথাটা বলতে পারলেন না সেটা অবাক করা হয়ে থাকল। বিস্তারিত পড়ুন

১) সেন্সর বোর্ড-- চুমুর দৃশ্য কেটে জেমস বন্ডকে শালীনতা শিখিয়েছে। অনেক সিনেমায় এমনভাবে কাঁছি চালিয়েছেন যেটার কোনও মানে নেই। বানানো হয়েছিল এমন শব্দ তালিকা যা ব্যবহার করলেই কাঁচি। বছরভর জ্বালিয়ে খেয়েছে, সমালোচনার মুখে পড়েছে, হাসির পাত্র হয়েছে। সবাই বিরক্ত। তবু সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহলানি বলছেন, সেন্সর চলবেই। থামস ডাউন সবার আগে তাই পহলাজের কাঁচি থুড়ি দেশের সেন্সর বোর্ড। বিস্তারিত পড়ুন

.