Abhishek Bachchan: অভিষেক বচ্চনের 'দশভি' দেখে অনুপ্রাণিত, বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন কয়েদি

পর্দার অভিষেককে দেখেই বোর্ডের পরীক্ষায় বসার আগ্রহ দেখায় জেলের কয়েকজন কয়েদি। ৯ জন দশম শ্রেণীর পরীক্ষা ও ৩ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন। 

Updated By: Jun 22, 2022, 01:07 PM IST
Abhishek Bachchan: অভিষেক বচ্চনের 'দশভি' দেখে অনুপ্রাণিত, বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন কয়েদি

নিজস্ব প্রতিবেদন: সিনেমা এমন একটি মাধ্যম জনজীবনে যার প্রভাব অপরিসীম। সিনেমার ভালো মন্দ সবধরনের প্রভাবই দেখা যায় সমাজে। সেরকমই একটি উদাহরণ দেখা গেল অভিষেক বচ্চনের(Abhishek Bachchan) দশভি(Dasvi) ছবির ক্ষেত্রে। দুমাস মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চনের ছবি দশভি। ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা, যে জেল থেকে বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হন। সেই ছবি দেখেই অনুপ্রাণিত আগ্রা সেন্ট্রাল জেলের বন্দিরা। 

পর্দার অভিষেককে দেখেই বোর্ডের পরীক্ষায় বসার আগ্রহ দেখায় জেলের কয়েকজন কয়েদি। ৯ জন দশম শ্রেণীর পরীক্ষা ও ৩ জন দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন। কিছুদিন আগেই রেজাল্ট প্রকাশ্যে আসায় জানা যায় যে ১২ জনই ভালো নম্বর পেয়ে পাস করেছেন। এই খবর পেয়ে আপ্লুত অভিষেক বচ্চন। অভিনেতা জানান যে, তাঁর ছবি এভাবে প্রভাব ফেলতে পারে তা কখনও ভাবেননি। যেকোন অ্যাওয়ার্ডের থেকেও এটা বড় প্রাপ্তি। তাঁর ছবি দেখে কোনও মানুষের জীবন বদলাচ্ছে এটা দেখেই তিনি খুশি। 

প্রসঙ্গত আগ্রা সেন্ট্রাল জেলেই দশভির শুটিং হয়েছিল। সেই ছবি মুক্তির পর পরবর্তীকালে দেখানোও হয়েছে জেলের কয়েদিদের। জেলে বসে সেই সিনেমা দেখেই উদ্বুদ্ধ হয়েছে কয়েদিরা। তারপরই বোর্ডের পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন ঐ ১২ জন কয়েদি। 

আরও পড়ুন: Exclusive Pankaj Tripathi: 'মনের বাঘকে নিয়ন্ত্রণে রাখা জরুরি,ভাল অভিনেতা নয়,ভাল মানুষ হওয়ার লড়াই' পঙ্কজ ত্রিপাঠী

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.