পোকেমন ধরতে গিয়ে টুইঙ্কেল কী করলেন, দেখুন!

সুপার সেলেব। মাটিতে পা পরে কখনও সখনও। গাড়ি ছাড়া টুইঙ্কেলকে কবে কোথায় কখন দেখা গিয়েছে বলা মুশকিল। এমনকি অক্ষয়ের সঙ্গে বিয়ের পর বলিউডেও তেমন কোনও কাজ করেননি এই বলিউড ডিভা। নিজের পরিবার আর বই লেখালেখি নিয়েই ব্যস্ত। 

Updated By: Aug 3, 2016, 06:24 PM IST
পোকেমন ধরতে গিয়ে টুইঙ্কেল কী করলেন, দেখুন!

ওয়েব ডেস্ক: সুপার সেলেব। মাটিতে পা পরে কখনও সখনও। গাড়ি ছাড়া টুইঙ্কেলকে কবে কোথায় কখন দেখা গিয়েছে বলা মুশকিল। এমনকি অক্ষয়ের সঙ্গে বিয়ের পর বলিউডেও তেমন কোনও কাজ করেননি এই বলিউড ডিভা। নিজের পরিবার আর বই লেখালেখি নিয়েই ব্যস্ত। 

বলিউডের 'কাকা' রাজেশ খান্নার মেয়ে হঠাৎ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হাতে মোবাইল, সঙ্গে তাঁর ভাই। এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছেন বলিউড ডিভা টুইঙ্কেল খান্না। শুধু তাই নয়, অটো চেপেও ঘুরলেন। কখনও কখনও হঠাৎ অটো চালককে থামিয়ে দিয়ে নেমেছেন রাস্তায়। তখনও হাতে মোবাইল। 

পোকেমন গো'-খেলা এতই ভালো লেগেছে তাঁর যে ভাইকে নিয়ে পোকেমন ধরতে বেড়িয়েছেন এই বলিউড ডিভা। নিজেই তাঁর পোকেমন ধরার ছবি পোস্ট করেছেন বলিউড ডিভা টুইঙ্কেল।

 

.