জল্পনার ইতি, রায় বারেলিতে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না উমা ভারতী, জানাল বিজেপি

সমস্ত জল্পনার ইতি। আসন্ন লোকসভা নির্বাচনে রায়বারেলিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না উমা ভারতী। বিজেপির তরফ থেকে শুক্রবার এই কথা ঘোষণা করা হল।

Updated By: Mar 28, 2014, 05:09 PM IST

সমস্ত জল্পনার ইতি। আসন্ন লোকসভা নির্বাচনে রায়বারেলিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না উমা ভারতী। বিজেপির তরফ থেকে শুক্রবার এই কথা ঘোষণা করা হল।

বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানিয়েছেন উমা ভারতী ঝাঁসি থেকেই ভোটে লড়বেন।

তবে বিজেপির ঘোষণার আগে উমা ভারতী টুইট করে জানিয়ে দিয়েছিলেন তিনি মোটেও ঝাঁসি ছেড়ে যাচ্ছেন না।

এই সপ্তাহের প্রথম দিকে যোগগুরু রামদেব বিজেপিকে অনুরোধ করেছিলেন যেন উমা ভারতীকে রায় বেরিলেতে সোনিয়া গান্ধীর বিপক্ষে দাঁড় করানো হয়। কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে উমা ভারতী দাঁড়ালে তিনি ও তাঁর শিষ্যরা উমা ভারতীর হয়ে রায় বারেলিতে গিয়ে প্রচার করে আসবেন বলেও প্রতিশ্রুতি দেন রামদেব।

সোনিয়া, রাহুলের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী খুঁজতে এখন উঠে পড়ে লেগেছে বিজেপি। শোনা যাচ্ছে আমেঠির মত কংগ্রেসের শক্ত ঘাঁটিতে রাহুলের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন স্মৃতি ইরানি। এখনও পর্যন্ত কোনও দুদলই অপর পক্ষের শক্ত ঘাঁটিতে হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করাননি। তবে সেই ঐতিহ্য ভেঙে কংগ্রেসের বিরুদ্ধে এবারে হয়তো হেভিওয়েট প্রার্থীই দিতে চলেছে বিজেপি।

বৃহস্পতিবার বিজেপি প্রধান রাজনাথ সিং ও উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত মোদী ঘনিষ্ঠ অমিত শাহ লক্ষ্ণৌয়ে আরএসএস শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। টেলিভিশনের ফেভরিট বহু হওয়ার দৌলতে স্মৃতির জনপ্রিয়তা তুঙ্গে। রাজ্যসভার সাংসদ হিসেবে এখনও তাঁর চার বছর হাতে রয়েছে। ফলে আমেঠিতে রাহুলের বিরুদ্ধে প্রার্থী হতে স্মৃতির থেকে ভাল মুখ এই মূহুর্তে দলে নেই বলে মনে করছে দল।

.