ক্যানসার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন 'ভিকি ডোনার'-খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডিয়া

শোক প্রকাশ করেন মনোজ বাজপেয়ী, গিরিরাজ রাও-রা 

Edited By: জয়িতা বসু | Updated By: Sep 24, 2020, 11:29 AM IST
ক্যানসার কেড়ে নিল প্রাণ, চলে গেলেন 'ভিকি ডোনার'-খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডিয়া
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : ​ক্যানসার কেড়ে নিল আরও এক অভিনেতার প্রাণ। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন ভিকি ডোনার-খ্যাত অভিনেতা ভূপেশ পান্ডিয়া। বলিউড অভিনেতার মৃত্যু পর শোক প্রকাশ করেন মনোজ বাজপেয়ী, গিরিরাজ রাওরা। ন্যাশানাল স্কুল অফ ড্রামা-র তরফেও ভূপেশ পান্ডিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

দেখুন...

 

সম্প্রতি জানা যায়, ভূপেশ পান্ডিয়া ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। ভূপেশের ক্যানসার স্টেজ ফোরে রয়েছে বলেও জানা যায়। এরপরই ভূপেশের চিকিতসায় অর্থ সংগ্রেহের কাজ শুরু করেন মনোজ বাজপেয়ী, গিরিরাজ রাও, রাজেশ তাইলাংরা।  যদিও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ভূপেশকে।  

আরও পড়ুন : ক্যামেরার নজর এড়িয়ে চাটার্ড বিমানে গোয়া থেকে মুম্বইতে ফিরছেন দীপিকা

ভিকি ডোনারের পাশাপাশি হাজারো খোয়াইশে অ্যায়সি, দিল্লি ক্রাইম, গান্ধী টু হিটলার-সহ একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেন ভূপেশ পান্ডিয়া। 

বর্তমানে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-ও। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুবাই থেকে মুম্বইতে ফিরবেন সঞ্জয়।  তারপরই তাঁর তৃতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে বলে খবর।  বর্তমানে শামসেরা, তোরবাজ-সহ একাধিক প্রজেক্টের কাজ রয়েছে সঞ্জয় দত্তের হাতে।  সেই কারণে এই মুহূর্তে তিনি বিদেশে যেতে রাজি নন বলেই মুম্বই সঞ্জয় দত্তের পরবর্তী পর্যায়ের চিকিতসা শুরু হবে বলে জানা যাচ্ছে। 

.