COVID 19 পজিটিভ, প্রায় একই সঙ্গে জানালেন Vicky, Bhumi

সোমবার, মিনিট ২-এর ব্যবধানে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ভিকি ও ভূমি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 5, 2021, 01:35 PM IST
COVID 19 পজিটিভ, প্রায় একই সঙ্গে জানালেন Vicky, Bhumi

নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয় দফায় ক্রমাগত বাড়ছে Covid 19-এর সংক্রমণ। মুম্বইয়ে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। অক্ষয় কুমারের পর এবার Covid 19-এর কবলে ভিকি কৌশল ও ভূমি পেডনেকর। সোমবার, মিনিট ২-এর ব্যবধানে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ভিকি ও ভূমি।

প্রথমে ভূমি পেডনেকর জানান, ''আমার Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণ অল্পই রয়েছে। আমি এখন ঠিক আছি। আপাতত আইসোলেশনে রয়েছি। চিকিৎসকরা আমায় যে পরামর্শ দিয়েছেন সেইমতোই চলছি। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা কোভিড টেস্ট করিয়ে নিন''। পাশাপাশি সকলকে ভিটামিন-C নেওয়ার এবং মন ভালো রাখার পরামর্শ দিয়েছেন ভূমি। অনুরাগীদের উদ্দেশ্যে ভূমি লিখেছেন, ''এই পরিস্থিতিকে হালকাভাবে নেবেন না। মাস্ক পরুন। হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।''

আরও পড়ুন-Akshay-এর পর 'রাম সেতু' আরও ৪৫ জন Covid19-এ আক্রান্ত

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi  (@bhumipednekar)

ভিকি কৌশল লেখেন, ''সমস্ত সাবধানতা মেনে চলার পরও আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে নিয়ম মেনেই আমি নিজেকে ঘরবন্দি রেখেছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোভিড টেস্ট করিয়ে নিন।''

আরও পড়ুন-কোরনার দাপটে কাবু, হাসপাতালে ভর্তি বলিউডের অন্যতম ফিট তারকা Akshay Kumar

প্রসঙ্গত, ভূমি পেডনেকর ও ভিকি কৌশল শশাঙ্ক খৈতান-এর 'মিস্টার লেলে' ছবির শ্যুটিং করছেন। তাঁরা কোভিড আক্রান্ত হওয়ার পর আপাতত ছবির শ্যুট বন্ধ রাখা হয়েছে।

.