বিরাটের সঙ্গে উদ্দাম নাচ অনুষ্কার, দেখুন সেই ভিডিও

এবার 'রাসকে কামার'-এ পা মেলালেন বিরুষ্কা। ঘরণীর সঙ্গে বিরাটের সেই নাচের ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটি যে নতুন তা নয়, তা স্পষ্ট।

Updated By: Feb 14, 2018, 03:25 PM IST
বিরাটের সঙ্গে উদ্দাম নাচ অনুষ্কার, দেখুন সেই ভিডিও

নিজস্ব প্রতিবেদন : এবার 'রাসকে কামার'-এ পা মেলালেন বিরুষ্কা। ঘরণীর সঙ্গে বিরাটের সেই নাচের ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটি যে নতুন তা নয়, তা স্পষ্ট।

আরও পড়ুন : ভাইরাল প্রিয়ার আরও একটি ভিডিও

দেখুন সেই ভিডিও..

 

 

Cutest couple on earth  #virushka

A post shared by virat_lovers_for_life (@_virat_lovers_for_life) on

ভিডিওটি বিরাট-অনুষ্কার মুম্বই রিসেপশনের। ওইদিন মুম্বইয়ের যে হোটেলে বসেছিল বিরাট-অনুষ্কার রিসেপশন, সেখানেই ওই ভিডিও রেকর্ড করা হয়। যেখানে বিরাটের সঙ্গে মন দিয়ে নাচতে দেখা যায় তাঁর অভিনেত্রী ঘরণীকে।

আরও পড়ুন : সলমনের বোনকে ছেড়ে ওয়ারিনাতে মগ্ন আয়ুষ শর্মা?

ইতালির তাসকানিতে বিয়ে গত বছর ডিসেম্বরে বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। ক্যামেরার নজর এড়িয়ে বিদেশে বসেই চুপি চুপি বিয়ে সেরে নেন তাঁরা। ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়েই তাসকানিতে বসেছিল বিরাট-অনুষ্কার বিয়ের আসর। বিদেশে বসে চুপি চুপি বিয়ে সারার পর সেখান থেকে মধুচন্দ্রিমার উদ্দেশে রওনা দেন ভারতের অন্যতম 'পাওয়ার কাপল'। মধুচন্দ্রিমা সেরে এরপর দেশে ফেরেন তাঁরা। দেশে ফেরার পর প্রথমে দিল্লিতে এবং পরে মুম্বইতে জমকালো রিসেপশন হয় বিরাট-অনুষ্কার।

.