ঝরে পড়ল মুগ্ধতা, রিসেপশনে একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না বিরুষ্কা
লাল বেনারসি পরে তিনি যখন ক্যামেরার মুখোমুখি হলেন, তখন যেন ঝলসে উঠল গ্ল্যামার। অন্যদিকে সোনালী বোতাম দেওয়া কালো শেরওয়ানি এবং সাদা চোস্ত পরে বিরাটকেও লাগছিল অসাধারণ। রিসেপশনের জমকালো রাতে যখন তাঁরা একে অপরের হাত ধরে আস্তে আস্তে হেঁটে এলেন অতিথি আপ্যায়নের জন্য, গোটা দেশের সংবাদমাধ্যমের ফ্ল্যাশ তখন একের পর এক ঝলসে উঠছে।
![ঝরে পড়ল মুগ্ধতা, রিসেপশনে একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না বিরুষ্কা ঝরে পড়ল মুগ্ধতা, রিসেপশনে একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারলেন না বিরুষ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/22/103105-riseption-viraat.jpg)
নিজস্ব প্রতিবেদন : লাল বেনারসি পরে তিনি যখন ক্যামেরার মুখোমুখি হলেন, তখন যেন ঝলসে উঠল গ্ল্যামার। অন্যদিকে সোনালী বোতাম দেওয়া কালো শেরওয়ানি এবং সাদা চোস্ত পরে বিরাটকেও লাগছিল অসাধারণ। রিসেপশনের জমকালো রাতে যখন তাঁরা একে অপরের হাত ধরে আস্তে আস্তে হেঁটে এলেন অতিথি আপ্যায়নের জন্য, গোটা দেশের সংবাদমাধ্যমের ফ্ল্যাশ তখন একের পর এক ঝলসে উঠছে।
আরও পড়ুন : লাল বেনারসি পরে বিরাটের হাত ধরে অনুষ্কার নাচ, দেখুন ভিডিও
কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাত জোড় করে হাসি মুখে কথা বলতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। আবার কখনও আত্মীয়, বন্ধুদের নিয়ে মেতে ওঠেন নব বিবাহিত দম্পতি। কিন্তু, রিসেপশনের রাতে মাঝে মধ্যেই ক্যামেরার ফ্ল্যাশে উঠে আসে, বিরাট-অনুষ্কার একান্তে সময় কাটানোর ছবিও।
কখনও একে অপরের হাত ধরে ঘুরতে দেখা যায় তাঁদের, আবার কখনও যেন একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না তাঁরা। শুধু তাই নয়, দিল্লির রিসেপশনে অনুষ্কার হাত ধরে তাঁকে যেন আগলে রাখলেন বিরাট। সবকিছু মিলিয়ে ২১ ডিসেম্বর বিরাট-অনুষ্কার গ্র্যান্ড রিসেপশনে যেন ঝরে পড়ল একে অপরের প্রতি মুগ্ধতার ছবি।
দেখুন..