বোনের কাছ থেকে ইদে কী উপহার পেলেন শাহরুখ! দেখুন...

আবদার করলে কি বোন কখনও না বলতে পারে? আর দাদা যদি হয় ‘বলিউড বাদশা’ খোদ শাহরুখ খান!

Updated By: Jun 5, 2019, 02:53 PM IST
বোনের কাছ থেকে ইদে কী উপহার পেলেন শাহরুখ! দেখুন...

নিজস্ব প্রতিবেদন: আবদার করলে কি বোন কখনও না বলতে পারে? আর দাদা যদি হয় ‘বলিউড বাদশা’ খোদ শাহরুখ খান!
জানা গিয়েছে, ইদ উপলক্ষে পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা বোনের থেকে বিশেষ উপহার চেয়েছেন শাহরুখ। আর কি উপহার তিনি চেয়েছেন জানেন? নিজের এবং ছেলে আরিয়ানের জন্য ‘পেশোয়ারি চপ্পল’-এর আবদার করেছেন কিং খান। 

আরও পড়ুন: দর্শকদের কৌতুহল, উত্তেজনা বাড়িয়ে সামনে এল কবীর সিং-এর নতুন পোস্টার

SRK

এই বোনের সূত্রেই পেশোয়ারের সঙ্গে শাহরুখের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারে শাহরুখের বোন নূর জাহান জানান, কিছু দিন আগে তার কাছে পেশোয়ারি চপ্পল উপহার হিসেবে চান শাহরুখ। তবে শুধু নিজের জন্য নয়, আরিয়ানের জন্যেও চেয়েছেন তিনি। নূর জাহান বলেন, তিনি দাদার জন্য কিনেছেন একটা কালো রঙের চপ্পল আর ভাইপোর জন্য পছন্দ করেছেন খয়েরি রঙের। দাদার ইচ্ছা তিনি ইতিমধ্যেই পূরণ করেছেন এবং ডাক-যোগে পাঠিয়েও দিয়েছেন পেশোয়ারের এই ঐতিহ্যবাহী চপ্পল। 

প্রসঙ্গত, 'জিরো'-র বক্সঅফিসে ভরাডুবির পর শাহরুখ আপাতত কিছুদিনের বিরতিতে রয়েছেন।

.