বিরাট বিচ্ছেদের পর অনুষ্কাকে সঙ্গ দিচ্ছে কে?

বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার ব্রেক আপ হয়ে গিয়েছে এটা এখন সবার জানা। কিন্তু জানেন কি, বিরাটের প্রাক্তন প্রেমিকা অনুষ্কা এখন সময় কাটাচ্ছেন কার সঙ্গে?

Updated By: Feb 16, 2016, 05:02 PM IST
বিরাট বিচ্ছেদের পর অনুষ্কাকে সঙ্গ দিচ্ছে কে?

ওয়েব ডেস্ক: বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার ব্রেক আপ হয়ে গিয়েছে এটা এখন সবার জানা। কিন্তু জানেন কি, বিরাটের প্রাক্তন প্রেমিকা অনুষ্কা এখন সময় কাটাচ্ছেন কার সঙ্গে?

বিরাটের না হয় ভরা ক্রিকেট মরশুম। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম পেয় গিয়েছেন। এবার এশিয়া কাপ আর টি২০ বিশ্বকাপ নিয়ে তাঁকে প্রচুর খাটতে হবে। অনুষ্কার হাতেও রয়েছে অনেক বিগ বাজেটের ফিল্ম। বিশেষ করে সুলতানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু হঠাত্‍ ভেঙে যাওয়া প্রেমের  পর একটা সঙ্গীও তো দরকার হয় খুব। তাই তিনি তাঁর পোষ্য ডুডকে নিয়েই সময় কাটাচ্ছেন।

 

.